Jabalpur Church Christmas

বড়দিনের মুখে জব্বলপুরে চার্চে দৃষ্টিহীনকে নিগ্রহ বিজেপি নেত্রীর, ধিক্কার

জাতীয়

বড়দিনের আগে ফের ধর্মীয় মেরুকরণে নেমেছে বিজেপি। প্রতিবারই সঙ্ঘ পরিবারের সদস্য সব সংগঠন বড়দিনকে ঘিরে আতঙ্ক ছড়ায়, এমনকি খ্রীস্টান প্রধান বিভিন্ন এলাকায় হামলাও চালায়। 
এ বছর আতঙ্ক বেড়েছে মধ্য প্রদেশের জব্বলপুরের ঘটনায়। ঘটনা গত শনিবারের হলেও বুধবার বিভিন্ন অংশ সমাজমাধ্যমে প্রতিবাদ জানিয়েছে। ছড়িয়ে পড়েছে ঘটনার ভিডিও। 
বিজেপি’র জেলা সভাপতি অঞ্জু ভার্গব প্রকাশ্যে শারীরিক নিগ্রহ করেন, অবমাননা করেন দৃষ্টিহীন এক মহিলাকে। অভিযোগ, পুলিশ সামনে তাকলেও কোনও ব্যবস্থা নেয়নি। জব্বলপুরের কাট্টাঙ্গা এলাকায় প্রিন্স অব পিস চার্চে একটি অনুষ্ঠানের সময় দলবল সহ ঢুকে পড়েন বিজেপি নেত্রী। সঙ্ঘ পরিবারের ছকে ‘জোর করে ধর্ম বদলানোর’ অভিযোগ তুলতে থাকেন। 
নিগৃহীত মহিলা সফতালা কার্তিক বি.এড পাশ করে শিক্ষিকার চাকরির চেষ্টা করছেন। তাঁকেই এমন নিগ্রহ। জানা গিয়েছে, ঘটনার তিনদিন পরও কারও বিরুদ্ধে এফআইআর দায়ের করেনি মধ্য প্রদেশের বিজেপি সরকারের পুলিশ। 
তবে কয়েকটি সংবাদ প্রতিষ্ঠানকে সফতালা জানিয়েছেন যে তিনি নিজেই এফআইআর দায়ের করবেন।

Comments :0

Login to leave a comment