বাংলাদেশের রাজধানীর মগবাজারে দুষ্কৃতীদের ছোড়া বোমার এক যুবকের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বুধবার রাত পৌনে আটটা নাগাদ ঘটনাটি ঘটেছে মগবাজার মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভের সামনে ফ্লাইওভারের নিচে। দুষ্কৃীরা নিউ ইস্কাটনে ফ্লাইওভার থেকে বোমা ছোড়া হয় বলে পুলিশের অনুমান।
ঢাকার সহ পুলিশ কমিশনার মাসুদ আলম বলেন, বোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছে সিয়াম নাম এক যুবকের। অনুমান করা হচ্ছে ফ্লাইওভারের ওপর থেকে বোমা নিক্ষেপ করা হয়েছে। কি কারণ বোমা ছোড়া হলো তা এখনও জানা যায়নি। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তাদের চিহ্নিত করতে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত চলছে।
প্রত্যক্ষদর্শীদের বক্তব্য এদিন সন্ধ্যায় নিউ ইস্কাটনে ফ্লাইওভারের ওপর থেকে একটি বোমা নিক্ষেপ করলে সঙ্গে সঙ্গে সেটি বিস্ফোরণ হয়। সেই সময় সেখানে চা খেতে এসেছিলেন সিয়াম নামে ওই যুবক। বোমাটি তাঁর মাথায় পড়লে মাটিতে লুটিয়ে পড়ে। রক্তক্ষরণ শুরু হয়। কিছুক্ষণ ঘটনাস্থলে পড়ে থাকে রক্তাক্ত অবস্থায়। কিছুক্ষণ পরেই তাঁর মৃত্যু হয়। প্রথমে পুলিশ নিহতের পরিচয় জানতে পারেনি। বিস্ফোরণের খবর পেয়ে পরিজনরা ঘটনাস্থলে এসে সিয়ামকে চিনতে পারেন। মৃতের পরিজনরা জানিয়েছেন, একটি একটি বেসরকারি সংস্থায়য় কর্মরত ছিলেন সিয়াম। বিস্ফোরণের সময় তিনি সেখানেই ছিলেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে। আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। বোমা নিক্ষেপের পর দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা।
Explosion In Dhaka
বাংলাদেশে বিস্ফোরণে পথচারীর মৃত্যু
×
Comments :0