হাসপাতালে ১১৫ দিনের লড়াই শেষ করে বাড়ি ফিরলেন মধ্যপ্রদেশের কুনাল যদুবংশী। মধ্যপ্রদেশে বিষাক্ত কাশির সিরাপ খেয়ে ২৪টি শিশুর মৃত্যুর এক মর্মান্তিক ঘটনার পর, ছিন্দওয়াড়ার পাঁচ বছর বয়সী কুনাল ১১৫ দিনের জীবন-মৃত্যুর লড়াই শেষে বাড়ি ফিরেছে। তবে তার দুই চোখের দৃষ্টি শক্তি নেই। যেই দুই চোখ দিয়ে গোটা পৃথিবী দেখার কথা ছিল তার। আজ সেই দুই চোখ অন্ধকার।
ছিন্দওয়াড়া জেলার জাটাছাপার গ্রামের বাসিন্দা কুনাল যাদুবংশী ছিল সেই শিশুদের মধ্যে একজন, যারা 'কোল্ডরিফ' নামের কাশির সিরাপ খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিল। শুধু দৃষ্টি শক্তি হারানো নয়, তার চলা ফেরা করার শক্তিও কমে এসেছে। চিকিৎসকদের কথায় চিকিৎসা চালিয়ে গেলেও হয় তো নাও সুস্থ হতে পারে সে।
২৪ আগস্ট হালকা জ্বর হওয়ার পর কুনাল অসুস্থ হয়ে পড়ে। তার পরিবার তাকে স্থানীয় ডাক্তার কাছে নিয়ে যায়, যিনি ওষুধ এবং কাশির সিরাপ লিখে দেন। অবস্থার উন্নতি না হয়ে কুনালের শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। পরবর্তীকালে চিকিৎসাগত পরীক্ষায় জানা যায় যে সিরাপটি তার দুটি কিডনিকেই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। যার ফলে কিডনি বিকল হয়ে যায়।
অবস্থার অবনতি হওয়ায় ৩০ আগস্ট কুনালকে নাগপুরে রেফার করা হয়। তার বাবা টিক্কু যাদুবংশী পরের দিন তাকে সেখানে নিয়ে যান। নাগপুরের এইআইআইএমএস হাসপাতালে একাধিক হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় দেড় মাস ধরে শিশুটির ডায়লিসিস করা হয়।
ডাক্তারদের কথায়, সিরাপটির প্রভাবে তার চোখে মারাত্মক ক্ষতি হয়েছে। তার চোখের ভেতরের তরল শুকিয়ে গিয়েছে, যার ফলে সে দৃষ্টিশক্তি হারিয়েছে। বিষক্রিয়ার স্নায়বিক প্রভাব তার চলাফেরার ক্ষমতাকেও প্রভাবিত করেছে।
Madhya Pradesh
১১৫ দিনের লড়াই শেষ করে বাড়ি ফিরলেন কুনাল
×
Comments :0