ফিফা ক্লাব বিশ্বকাপে ফের অঘটন ঘটল। পর পর দুটি রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচে ঘটল অঘটন। ম্যানচেষ্টার সিটিকে হারাল সৌদি আরবের ক্লাব আল হিলাল। দুর্দান্ত এই ম্যাচে এল মোট ৭ টি গোল। ৪-৩ গোলে জিতল আল হিলাল। প্রথমে ৯ মিনিটে বার্নাডো সিলভা গোল করে সিটিকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধের ৪৬ মিনিটে তা শোধ দেন লিওনার্ডো। ৫২ মিনিটে গোল দেন ম্যালকম। ৫৫ মিনিটে তা শোধ দেন হাল্যান্ড। ৯০ মিনিটের শেষে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ৯৪ মিনিটে কুলিবালির গোলে এগিয়ে যায় আল হিলাল। ১০৪ মিনিটে আবার সিটিকে খেলায় ফেরান ফোডেন। সবশেষে ম্যালকম নিজের দ্বিতীয় গোল করে জয় এনে দেন আল হিলালকে। ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠে এশিয়ান ফুটবলের অদৃশ্য পতাকা যেন ধরে থাকল আল হিলাল । অন্য ম্যাচে ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্স হারাল ইন্টার মিলানকে। খেলার ফল ২-০ । আগামী ৫ জুলাই প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে আল হিলাল ও ফ্লুমিনেন্স।
মঙ্গলবার রাত ১২:৩০ টায় ( বুধবার ) আর এক বড় ম্যাচে নামবে রিয়াল মাদ্রিদ ও জুভেন্তাস। বুধবার শারীরিক অসুস্থতা কাটিয়ে খেলতে পারেন এমব্যাপে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বেশ কয়েকবার মুখোমুখি হয়েছে এই দুই বড় দল। ২০১৭ র ফাইনালে এই ইতালিয়ান দলটিকে হারিয়েই নিজেদের দ্বাদ্শ চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল রিয়াল মাদ্রিদ। ২১বারের মুখোমুখি সাক্ষাতে ১০ বার জিতেছে রিয়াল মাদ্রিদ ও ৯ বার জুভেন্তাস। অন্য ম্যাচে র্যামোসের দল মনটারি খেলবে ডর্টমিউন্ডের বিরুদ্ধে।
Comments :0