Baruipur

বারুইপুরে দলবদ্ধ ধর্ষণের শিকার নাবালিকা, গ্রেপ্তার এক

রাজ্য জেলা

শারোদৎসব চলাকালিন দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে ধর্ষণের শিকার নাবালিকা। পুলিশ সূত্রে খবর ৩০ অক্টোবর প্রমিকের সাথে ঠাকুর দেখতে বেড়িয়ে ছিলেন অষ্টম শ্রেণির ওই নাবালিকা। সঙ্গে ছিল অভিযুক্ত যুবকের কয়েকজন বন্ধু।
ঘটনার দিন রাত ৮টা নাগাদ বারুইপুরের একটি প্যান্ডেল দেখে বেরিয়ে বারুইপুর কামালগাজি বাইপাসে যায় তারা। বারুইপুর বাইপাস থেকে প্রেমিকের বাইকে ওঠেন নির্যাতিতা। ছেলেটির দুই বন্ধু ছিল অন্য একটি বাইকে ছিল। প্রত্যেকেই নাবালক বলে পুলিশ সূত্রে খবর।
নির্যাতিতা জানিয়েছেন বারুইপুর-শাসন বাইপাস থেকে বাইকে করে তারা বেগমপুর কাটাখাল বাইপাসে যায়। সেখানে ঠান্ডা পানীয়ের সঙ্গে উত্তেজনাবর্ধক ওষুধ মিশিয়ে খাওয়ানো হয় তাকে। বেগমপুর কাটা খাল বাইপাস থেকে একটি নির্জন গলিতে ঢোকে প্রেমিক ও তার বন্ধুরা। সেখানে তিন জন তাকে দলবদ্ধ ধর্ষণ করে। নির্যাতনের ভিডিয়ো করে ছাত্রীকে ব্ল্যাকমেল করা হয় বলে অভিযোগ।
ঘটনার পর নির্যাতিতাকে তার এক আত্মীয়ের বাড়ি নামিয়ে দেয় অভিযুক্তরা। সেখানে সে অসুস্থ হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে শারিরীক পরীক্ষার পর জানা যায় সে ধর্ষণের শিকার। 
নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে অভিযুক্তদের নামে বারুইপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ অভিযুক্ত প্রেমিকে গ্রেপ্তার করে জুভেনাইল আদালতে পেশ করে। তাকে হেপাজতে নিয়ে জানা গিয়েছে বাকিদের পরিচয়। তাদের খোঁজে তল্লাসি চালানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে।

Comments :0

Login to leave a comment