সরকারি খরচে চলছে ঢালাও প্রচার। সোশাল মিডিয়ায় বিজ্ঞাপনে প্রধানমন্ত্রীর মুখ। বলা হচ্ছে, নিযুক্তি সংযুক্ত উৎসাহ প্রকল্পে দেশের কর্মসংস্থান সৃষ্টিতে এসেছে নতুন দিগন্ত। মোদী সরকারের এই প্রচারে ফানুস ফুটো করে দিয়েছে সিপিআই(এম)।
বুধবার সিপিআই(এম) পলিট ব্যুরো বলেছে, সরকারি ক্ষেত্রে পড়ে রয়েছে বিপুল শূন্যপদ। শিক্ষা, স্বাস্থ্য, জন পরিবহণে খরচের নাম নেই। অথচ নিযুক্তি উৎসাহের নামে বিপুল অর্থে পকেট ভরানো হচ্ছে দেশের এবং বিদেশের কর্পোরেটদের।
কেন্দ্রের এই প্রকল্প হলো ইএলআই বা ‘এমপ্লয়মেন্ট লিঙ্কড ইনসেনটিভ স্কিম’। যার ঘোষণা, নতুন কাজ সৃষ্টি করতে পারলে খরচ বাবদ ‘উৎসাহ ভাতা’ জোগানো হবে সংশ্লিষ্ট সংস্থার মালিকপক্ষকে। মোদী সরকারই জানাচ্ছে, এ পর্যন্ত প্রায় ১ লক্ষ কোটি টাকা, শঠিক হিসেবে ৯৯ হাজার ৪৪৬ কোটি টাকা খরচ করেছে সরকার। সৃষ্টি হয়েছে ৩.৫ কোটি কাজ।
বিজেপি সরকারের দাবি, দুই কিস্তিতে নতুন নিযুক্তিতে ১৫ হাজার টাকা পর্যন্ত দেওয়া হচ্ছে এক মাসের বেতন বাবদ। প্রকল্পের আরেক অংশে মালিকপক্ষকে প্রতিটি নতুন কাজ দেখালে দু’বছর পর্যন্ত প্রতি মাসে ৩ হাজার টাকা করে দেওয়া হচ্ছে। কারখানা উৎপাদন ক্ষেত্রে শিল্পমালিকদের ভরতুকি দেওয়া হচ্ছে ৩ এবং ৪ বছর পর্যন্ত।
পলিট ব্যুরো বলেছে, এই প্রকল্পের আসল উদ্দেশ্য হলো সরকারি কোষাগারের বিপুল টাকায় কর্পোরেটের পকেট ভরানো। শ্রমিকদের থেকে কেড়ে কর্পোরেটকে পুষ্ট করার আরেক প্রয়াস কেন্দ্রের বিজেপি সরকারের। এই প্রকল্প ঘনিষ্ঠদের ফয়দা দেওয়ার আরেক ফন্দি।
পলিট ব্যুরো বলেছে, যুবসমাজকে বিভ্রান্ত করতে বলা হচ্ছে যে কাজ সৃষ্টি, চাকরি পাওয়ার যোগ্যতা বৃদ্ধি এবং সামাজিক সুরক্ষার জন্য এই প্রকল্প। বাস্তবে শ্রমিকদের বিপজ্জনক, অসুরক্ষিত কাজ দেওয়া হচ্ছে। তার জন্য মালিকপক্ষের বিনিয়োগ খরচ, উৎপাদন খরচ, বেতন বাবাদ খরচে ভরতুকি জোগানো হচ্ছে সরকারি কোষাগার থেকে।
পলিট ব্যুরো মনে করিয়েছে যে এই সরকার আসলে মহাত্মা গান্ধী গ্রামীণ কর্মনিশ্চয়তা প্রকল্পে কমিয়েছে বরাদ্দ।
পলিট ব্যুরোর দাবি, নিশ্চিত ন্যূনতম মজুরিতে সুরক্ষিত কাজের ব্যবস্থা করতে হবে কেন্দ্রকে। দিতে হবে সামাজিক সুরক্ষা। পূরণ করতে হবে সরকারি শূন্যপদ। স্বাস্থ্য, শিক্ষা, পরিবহণে বাড়াতে হবে বরাদ্দ। বাতিল করতে হবে ইএলআই। শ্রমিকদের স্বার্থ সুরক্ষিত করতে হবে।
ELI Polit Bureau
নিযুক্তি সহায়তার নামে কর্পোরেটের পকেট ভরানোর প্রকল্প বাতিলের দাবি পলিট ব্যুরোর

×
Comments :0