High Court

নির্বাচন না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে ইউনিয়ন রুম জানিয়ে দিল হাইকোর্ট

রাজ্য

রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয় গুলোয় ছাত্র সংসদ নির্বাচন না হওয়া পর্যন্ত সব কলেজ বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুম বন্ধ রাখতে হবে। বৃহস্পতিবার একথা স্পষ্ট জানালেন বিচারপতি সৌমেন সেন। সিপিআই(এম) নেতা তথা আইনজীবী সায়ন ব্যানার্জি সাউথ কলকাতা ল’কলেজে ধর্ষণের ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্যে অবৈধ ছাত্র সংসদ গুলো বন্ধ করা আবেদন জানিয়ে মামলা করেন হাইকোর্টে। এদিন ছিল সেই মামলার শুনানি। 
হাইকোর্টের পক্ষ রাজ্যের কাছে জানতে চাওয়া হয় কেন ২০১৭ সালের পর থেকে রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয় গুলোয় কোন ছাত্র সংসদ নির্বাচন হয়নি, কবে নির্বাচন হবে তাও জানতে চাওয়া হয় রাজ্যের কাছে। হলফনামা দিয়ে এই বিষয় রাজ্যকে নিজের বক্তব্য জানানোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি সেন জানিয়েছেন রেজিস্টারের অনুমতি ছাড়া কোন ইউনিয়ন রুম খোলা যাবে না।
রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয় গুলোয় বন্ধ ছাত্র সংসদ নির্বাচন। ছাত্র সংসদ নেই কিন্তু ছাত্র সংসদ গুলোকে দখল করে সেই গুলোকে ব্যবহার করে একের পর এক অনৈতিক কাজ চালিয়ে যাওয়ার অভিযোগ উঠছে শাসক দলের নেতা কর্মীদের বিরুদ্ধে। কলকাতার বিভিন্ন কলেজে ভর্তি হওয়ার সময় টাকা নেওয়া বা অন্য কোন অনৈতিক কাজ সব কিছুতে অভিযুক্ত তৃণমুল ছাত্র পরিষদ। রাজ্য সরকার প্রতিবছর বলে আসছে ছাত্র সংসদ নির্বাচন হবে, কিন্তু এখনও পর্যন্ত কোন দিন তারা ঘোষণা করতে পারছে না। ছাত্র ছাত্রীদের যেই অধিকার একটা গণতান্ত্রিক ছাত্র সংসদ পাওয়ার সেখান থেকে তার বঞ্চিত থাকছে। আর এই সুযোগে কলেজ ক্যাম্পাস গুলোকে গুন্ডাদের আঁখড়ায় পরিনত করছে তৃণমূল।

Comments :0

Login to leave a comment