বাবা-মায়ের সঙ্গে মামার বাড়িতে বেড়াতে এসে নির্যাতনের শিকার হল এক নাবালিকা। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জে। অভিযুক্ত মামা ও মামিকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে রাজগঞ্জ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, কলকাতার বাসিন্দা ওই কিশোরী বাবা-মায়ের সঙ্গে দার্জিলিঙ বেড়াতে গিয়েছিল। ফেরার পথে বুধবার তারা রাজগঞ্জে মামার বাড়িতে আসে। অভিযোগ, শুক্রবার রাতে ওই বাড়িতেই কিশোরীর উপর যৌন নির্যাতনের ঘটনা ঘটে। ঘটনার পর অসুস্থ অবস্থায় কিশোরীকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই পরিবারের সদস্যদের সন্দেহ তৈরি হয় এবং পরে তাঁরা রাজগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে শনিবার রাতে অভিযুক্ত মামা ও মামিকে গ্রেপ্তার করে পুলিশ। রবিবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে খবর, পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং নাবালিকার মেডিকেল রিপোর্ট ও প্রাথমিক জবানবন্দি সংগ্রহ করা হয়েছে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
Minor Girl Assaulted
রাজগঞ্জে নির্যাতনের শিকার কলকাতার নাবালিকা, গ্রেপ্তার মামা-মামি
×
Comments :0