Champions League T20 Reboot As World Cup Championship

নবরূপে ফিরতে পারে চ্যাম্পিয়ন্স লিগ টিটোয়েন্টি

খেলা

শেষবার ২০১৪সালে অনুষ্ঠিত হয়েছিল চ্যাম্পিয়ন্স লিগ টিটোয়েন্টি প্রতিযোগিতা। ২০০৯ থেকেই বিশ্বের প্রায় সমস্ত টিটোয়েন্টি ফ্র্যানচাইজ  লিগের চ্যাম্পিয়নদের নিয়ে গঠিত হত এই প্রতিযোগিতা। ভারতের চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স সর্বাধিক দুইবার করে চ্যাম্পিয়ন হয়েছে এই প্রতিযোগিতায়। এবার ফের একবার ফিরতে চলেছে এই প্রতিযোগিতা। শোনা যাচ্ছে আগামী ২০২৬সালে ফিরতে পারে এই প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার নতুন নাম হতে পারে ওয়ার্ল্ডকাপ চ্যাম্পিয়নশিপ । আইপিএল , অস্ট্রেলিয়ান বিগ ব্যাশ লিগ , পাকিস্তান সুপার লিগ , দক্ষিণ আফ্রিকান লিগ ও ইংল্যান্ডের হান্ড্রেড বল ক্রিকেটের চ্যাম্পিয়নদের নিয়ে হতে চলেছে এই প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার ভাবনাকে সহযোগিতা করেছে বিসিসিআই ( বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া ) , ইসিবি ( ইংল্যান্ড ক্রিকেট বোর্ড )। এছাড়াও আইসিসির চেয়ারম্যান জয় শাহও বেশ আগ্রহী এই প্রতিযোগিতা শুরুর ব্যাপারে। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড নিজেও চাইছে যে তাদের ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট প্রতিযোগিতা হান্ড্রেড বলের চ্যাম্পিয়ন দল খেলুক এই প্রতিযোগিতায়। পরবর্তীতে এই প্রতিযোগিতার একটি মহিলাদের ভার্সানও আয়োজন করতে পারে আইসিসি।

২০১৪তে এই প্রতিযোগিতা বন্ধ হয়ে যাওয়ার কারণ হিসেবে মূল যে বিষয়টা উঠে আসছে তা হল বিশ্বের একাধিক দেশেই ফ্র্যাঞ্চাইজ লিগের সূচনা হওয়া। পাকিস্তান , জিম্বাবোয়ে , বাংলাদেশ, অস্ট্রেলিয়া , দক্ষিণ আফ্রিকা , ওয়েস্ট ইন্ডিজরা নিজ দেশেই এরপর থেকে আয়োজন করতে শুরু করল টিটোয়েন্টি প্রতিযোগিতার। এই ফ্র্যাঞ্চাইজ প্রতিযোগিতাগুলি বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে হওয়ায় খেলোয়াড়দের সর্বদা পাওয়া যেতনা। ফলে একাধিক  ফ্র্যাঞ্চাইজ প্রতিযোগিতার ভিড়েই হারিয়ে গিয়েছিল এই চ্যাম্পিয়ন্স লিগ টিটোয়েন্টি। তবে আগামী বছরই একেবারে নবরূপেই শুরু হয়ে যেতে চলেছে এই প্রতিযোগিতা। আইপিএল চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে খেলতে দেখা যেতে পারে পাকিস্তান সুপার লিগের চ্যাম্পিয়ন লাহোর ক্যালন্ডার্সকে ।      

Comments :0

Login to leave a comment