চিৎপুরে দম্পতি খুনের ঘটনায় মূল অভিযুক্তকে ফাঁসির সাজা দিল শিয়ালদহ আদালত। এদিন বিচারপতি অনির্বাণ দাসের বেঞ্চে ছিল মামলার শুনানি। দশ বছর আগে চিৎপুরে বৃদ্ধ দম্পতিকে খুনের অভিযোগ ওঠে এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত সঞ্জয় সেনকে এদিন ফাঁসির সাজা দিয়েছে আদালত।
সঞ্জয়ের স্ত্রী দম্পতির দেখা শোনা করতেন। সঞ্জয়ও তাদের বিভিন্ন কাজ করে দিতেন। ওই ব্যাক্তির বিরুদ্ধ অভিযোগ ছিল দুজনকে খুন করে টাকা গয়না চুরি করে পালানোর। তদন্তে নেমে পুলিশ অভিযুক্তকে তার নন্দীগ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করেন। উদ্ধার হয় চুরি যাওয়া টাকা এবং গয়না। খুনে ব্যবহৃত লোহার রডটিও উদ্ধার করেন পুলিশ।
Crime
চিৎপুর খুনের ঘটনায় সাজা ঘোষণা করলো আদালত

×
Comments :0