Hyderabad Blast

হায়দরাবাদে বিস্ফোরণে মৃতদের মধ্যে দাসপুরের চার বাসিন্দাও

রাজ্য

মঙ্গলবার হায়দরাবাদের ঘটনাস্থল।

হায়দরাবাদে রাসায়নিক কারখানায় বিস্ফোরণে নিহতদের মধ্যে রয়েছেন রাজ্যের দাসপুরের ৪ শ্রমিকও।
গত সোমবার সকাল ৯ টা নাগাদ ভয়াবহ অগ্নিকান্ডে হায়দরাবাদের এই রাসায়নিক কারখানায় বিস্ফোরণ হয়। মঙ্গলবার মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৬। আহত আরও কয়েকজন।
মৃতদের মধ্যে রয়েছেন পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার নাড়াজোল অঞ্চলের হরিরাজপুর গ্রামের চার বাসিন্দা। তাঁরা কাজ করতেন ওই কারখানায়। এই শ্রমিকদের মধ্যে ২ জনের দেহ উদ্ধার করা যায়নি বলে জানা গিয়েছে। 
দাসপুর অঞ্চলেরই আরেক বাসিন্দা গুরুতর আহত অবস্থায় আইসিইউ-তে ভর্তি বলে জানা গিয়েছে। এলাকার আরেক বাসিন্দা ওই কারখানার শ্রমিক হলেও বিস্ফোরণের সময় কাজে ছিলেন না। তিনি প্রাণে বেঁচে গিয়েছেন।   
এই ভয়াবহ বিস্ফোরণে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনার পরই পৌঁছায় দমকলের ১১টি ইঞ্জিন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
সোমবার সকাল ৯টা নাগাদ তেলেঙ্গানার সাঙ্গারেড্ডি জেলার সিগাছি ফার্মার কারখানায় আগুন লাগে। ঘটনার সময় কারখানায় বহু শ্রমিক কাজ করছিলেন। 
মঙ্গলবার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি ঘটনাস্থলে যান। সাংবাদিকদের তিনি জানান, ‘‘এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী এই ঘটনায় ৩৬ জনের মৃত্যু হয়েছে।’’

Comments :0

Login to leave a comment