MP Road Accident

মধ্য প্রদেশে দুর্ঘটনায় মৃত বেড়ে ১৪

জাতীয়

MP Road Accident ছবি সংগৃহীত।

মধ্য প্রদেশে পথ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হলো ১৪। শুক্রবার রাতে রেওয়া-সাতনা এলাকায় তিনটি বাসে ধাক্কা দেয় সিমেন্ট বোঝাই ট্রাক। ঘটনায় আহত অন্তত ৬০ জন। 

আহতদের বেশিরভাগই ভর্তি রয়েছেন রেওয়া মেডিক্যাল কলেজে। তাঁদের পরিজনরা জানিয়েছে কাছেই মহাকুম্ভ সেরে বাড়ি ফিরছিলেন এই যাত্রীরা। 

পুলিশ জানিয়েছে, শুক্রবার বেশি রাতে তিনটি বাস রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল। যাত্রীদের খাবারের প্যাকেট বিলি করা চলছিল। সেই সময়ে সিমেন্ট বোঝাই ট্রাকটি পিছন থেকে ধাক্কা দেয় একটি বাসে। অভিঘাতে তিনটি বাসই ছিটকে যায়। তার একটি পড়ে পাশের নালায়। এই বাসের যাত্রীদের মধ্যেই মৃত্যুর সংখ্যা বেশি।  

মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান শনিবার হাসপাতালে গিয়েছেন। ক্ষতিপূরণ ঘোষণা করেছেন তিনি। সংবাদসংস্থা পিটিআই জানাচ্ছে যে রেওয়া এবং সাতনা, দুই জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকরা রয়েছেন হাসপাতালে। 

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন