মণ্ডা মিঠাই
নতুনপাতা
আমার ভালোলাগায় রবীন্দ্রনাথের গান
আকাশ বিশ্বাস
১৪ ডিসেম্বর ২০২৫, বর্ষ ৩
প্রত্যেকটি মানুষের নিজস্ব ভালো লাগার গান থাকে। তেমনই আমার ভালোলাগার গান রবীন্দ্র সংগীত। রবীন্দ্র সংগীত আসলে গান নয় মনের অনুভূতি। দুঃখ লাগলে বা আনন্দ হলে সবকিছুতেই রবীন্দ্রনাথের গান সেরা। আসলে তিনি হলেন আমার ঈশ্বর এই কম্পিউটার যুগে কেউ রবীন্দ্রনাথের গান শোনে সেটা ভাবাই যায় না। কিন্তু আমি শুনি। যারা গানের মানে বোঝে তারাই তাঁর গানকে ভালোবাসে।
ভালোলাগার কারণ–ঈশ্বরকে পুজো করার নানারকম পদ্ধতি আছে, ফুল–চন্দন দিয়ে পূজা করে আবার কেউ নিজেকে তার মধ্যে বিলীন করে দিয়ে পূজা করে। আমি আমার ঈশ্বরের গান শ্রবনের মাধ্যমে তাঁকে পূজা করি। পৃথিবীতে অনেক সঙ্গীতজ্ঞ আছে কিন্তু তাদের মধ্যেও কবি গুরু কে ভালোলাগার কারণ তার প্রত্যেকটি গানের মধ্যে মায়া,মমতা, ভালবাসা মেশানো আছে। দুঃখের গান শুনলে যেমন চোখে জল আসে তেমনি তাঁর ভালোবাসার গান শুনলে মনে সোহাগ জাগে। এত কিছুর পরে তাতে না ভালোবাসার কোন কারণ থাকে কি? ভালো লাগার গানের মধ্যে কিছু নিদর্শন–
আমারো পরানো যাহা চায়–
এই গানটির মূল ভাবি হল একটা ভালোবাসার না পাওয়া প্রেমিকের অকাতর মিনতি। ভালোবাসার অপর নাম ত্যাগ। এই গানটি সেই প্রেমিকের ত্যাগকে কেন্দ্র করে রচনা করেছেন কবিগুরু।‘তুমি ছাড়া এ মোর জগতে কেহ নাই কিছু নাই গো’ একটা প্রেমিক কতটা ভালবাসলে তার প্রেমিকাকে গোটা জগত মনে করতে পারে।‘আমি তোমারও বিরহে রহিব বিলীন তোমাতে করিব বাস’ এ বিরহের যন্ত্রণায় নিস্তব্ধ থাকবে এবং সে ভালবাসার মানুষটার মধ্যেই বাস করবে কিন্তু সে জানতে পারবে না।‘যদি আরো কারে ভালোবাসো যদি আরো নাহি ফিরে আসো তবে তুমি যাহা চাও তাই যেন পাও আমি যত দুঃখ পাই গো’ এটা একটা প্রেমিকের সবচেয়ে বড় ত্যাগ। সে বলছে তুমি আমায় বিনি যাকে ভালোবাসো তার কাছে ফিরে যাও পৃথিবীর যত দুঃখ যত যন্ত্রণা সব আমি মাথা পেতে নিলাম।
মাঝে মাঝে তব– এটির মূলভাব ঈশ্বর প্রেম।‘মোহ মেঘে তোমারে দেখিতে দেয় না’ঈশ্বর আমার সামনেই আছেন কিন্তু আমার চোখের সামনে ‘মোহ’ নামে কালো অন্ধকার মেঘ জমা হয়েছে তাই আমি তাকে দেখতে পাচ্ছি না।‘ওহে হারাই–হারাই সদা হয় ভয়’ এই অন্ধকার মেঘে মাঝে মাঝে যখন আলো ফোটে তখন আমরা ঈশ্বর দেখতে পাই তাই তাকে আবার হারিয়ে ফেলার ভয় হয়।‘ওহে এত প্রেম আমি কথা পাবো না’ঈশ্বর অধিক আমাদের কেউ ভালবাসতে পারে না।‘তুমি আপনি না এলে কে পারে হৃদয় রাখিতে’ ঈশ্বর না চাইলে আমরা তার সান্নিধ্য লাভ করতে পারবো না।‘ওহে তুমি যদি বলো এখনই করিব’ ঈশ্বর তুমি একবার আদেশ করো, আমার সমস্ত বিষয়ক আসনা সব ত্যাগ করবো।
আমার হিয়ার মাঝে–
এর মূলভাব ঈশ্বর আমার হৃদয়ে আছে আমি বাইরে খুঁজে চলেছি।‘বাহির পানে চোখ মেলেছি বাহির পানে,হৃদয় প্রাণে চায়নি’ আমি সারা বিশ্বে ঈশ্বর খুলেছি অথচ আমার হৃদয় ঈশ্বর বাস করছে আমি হৃদয় খুঁজিনি।‘তুমি ছিলে আমার কাছে ,আমি তোমার কাছে যাইনি’ হে ঈশ্বর তুই আমার সকল ভালবাসায় আঘাতে আশায় আমার পাশে ছিলে কিন্তু আমি তোমার কাছে গেলাম না।‘গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ, সুখের গানে সুর দিয়েছো তুমি’ তুমি আমার মধ্যে লুকিয়ে আমার দুঃখ সুখে সবকিছুতেই সুর দিয়েছো অর্থাৎ পাশে দাঁড়িয়েছো ‘আমি তোমার গানতো গাইনি’কিন্তু আমি তোমার কথা তো বলিনি হে স্বার্থপর মানুষ ঈশ্বর তোমার পাশে সারাটা জীবন ছিল তুমি তাকে চাওনি তাই পাওনি।
নবম শ্রেণী কল্যাণ নগর বিদ্যাপীঠ খড়দহ উত্তর ২৪ পরগনা
কল্যাণ নগর
চলবে
Comments :0