যৌন নির্যাতনের শিকার হয়েছে শিশু। পড়ুয়াদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির পক্ষ থেকে প্রধাননগর থানার আইসি-কে স্মারকলিপি দেওয়া হলো। ২৪ জুলাই শিলিগুড়ি ৪৬ নম্বর ওয়ার্ডের চম্পাসারিতে পাঁচ বছরের এক শিশুকে যৌন হেনস্তার শিকার হতে হয়েছে। গৃহশিক্ষিকার অনুপস্থিতিতে গৃহশিক্ষিকার স্বামী শিশুটিকে যৌন হেনস্তা করে। যদিও অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহিলা নেত্রী স্নিগ্ধা হাজরা, তানিয়া দে, রাগিনী সিং, শশী গুরুঙ, পলি চৌধুরি প্রমুখ। নেত্রীবৃন্দ বলেন, ‘শহরে শিশু, মহিলাদের যৌন হেনস্তা, চুরি, ডাকাতি সহ নানা অপরাধমূলক কাজ বাড়ছে। সম্প্রতি নিউ জলপাইগুড়ি স্টেশনে ৫৬জন ও শিলিগুড়ি বাসস্ট্যান্ড থেকে ৩৪ জন যুবতীকে পাচারের আগে উদ্ধার করা হয়েছে। শহরবাসী আতঙ্কিত। অভিভাবকরা সন্তানদের নিয়ে উদ্বিগ্ন। নিরাপত্তার অভাবে ভুগছেন শিশু থেকে শুরু করে বৃদ্ধা সব বয়সের মানুষ। অবিলম্বে শহরের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে।’
Child Abuse
শিশুকে যৌন হেনস্তা, প্রধাননগর থানায় ডেপুটেশন মহিলা সমিতির

×
Comments :0