মেক্সিকোর সোনোরা প্রদেশের হেরমোসিলো শহরের একটি সুপারমার্কেটে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ২৩ জন নিহত হয়েছেন। ঘটনায় আরও ১১ জন আহত হয়েছেন। তাদের মধ্যে মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। রবিবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে উত্তর মেক্সিকোর সোনোরার রাজধানী হারমোসিলোতে একটি ডিপার্টমেন্টাল স্টোরে বিস্ফোরণে আগুন লাগার পর চার শিশুসহ কমপক্ষে ২৩ জন নিহত হয়েছেন।
স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, শনিবার বিকেলে সোনোরা রাজ্যের হারমোসিলোর কেন্দ্রে ওয়াল্ডোর একটি সুপারমার্কেটে এই বিস্ফোরণ ঘটে। ঘটনায় এখনও পর্যন্ত ২৩ জন নিহতের খবর পাওয়া গেছে এবং আহত ১১ জন শহরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মৃতদের মধ্যে ১২ জন মহিলা, ৫ জন পুরুষ, ৪ জন বালক এবং ২ জন বালিকা রয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, বিস্ফোরণের পরপরই আগুন দ্রুত সুপারমার্কেট থেকে আশেপাশে থাকা যানবাহনে ছড়িয়ে পড়ে। মার্কেটৈর ভেতরে বেশ কয়েকজন আটকা পড়ে। খবর পেয়ে উদ্ধারকারী দলগুলি ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযানে নামে। আহত ১২ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়।
সোনোরার কর্তৃপক্ষ জানিয়েছে যে সন্ত্রাসবাদী হামলার কারণে নয়। তাদের প্রাথমিক অনুমান ট্রান্সফরমারের কারণে আগুন লেগে থাকতে পারে।
Mexico Explosion
মেক্সিকোর সুপারমার্কেটে বিস্ফোরণ, নিহত ২৩
×
Comments :0