এসআইআর প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে। নির্ভুল ভোটার তালিকা প্রকাশ করতে হবে। এই দুই দাবিতে কামারহাটি পৌর অঞ্চলে সিপিআই(এম)’র ডাকে হয়েছে মিছিল।
সিপিআই(এম)’র পাঁচটি এরিয়া কমিটির ডাকে শনিবার এই মিছিলে দাবি উঠেছে, তৃণমূল এবং বিজেপি’র ভয়-ভীতি সৃষ্টি বন্ধ করতে ব্যবস্থা নিতে হবে নির্বাচন কমিশনকে।
মিছিলে ছিলেন সিপিআই(এম) রাজ্য কমিটির সদস্য সায়নদীপ মিত্র, উত্তর চব্বিশ পরগনা জেলা সম্পাদকমন্ডলী সদস্য মানস মুখার্জি, সিপিআই(এম) নেতা প্রদীপ মজুমদার, ঝন্টু মজুমদার প্রমুখ।
নিছিলে বড় সংখ্যায় ছিলেন ছাত্র-যুব এবং মহিলারা।
SIR Kamarhati
এসআইআর: বিশাল মিছিল কামারহাটিতে
×
Comments :0