রবীন্দ্রভাবনার ওপরে মৌলবাদী আক্রমণের প্রতিবাদে মঙ্গলবার রাজ্যের সর্বত্র ‘আমার সোনার বাংলা’ গান গেয়েই প্রতিবাদ উচ্চারিত হলো। এদিন রানু ছায়া মঞ্চের পাশাপাশি যাদবপুরেও হয়েছে প্রতিবাদ। যাদবপুর থেকে গাঙ্গলী বাগান পর্যন্ত হয়েছে মিছিল। সেখানে পা মেলান সিপিআই(এম) নেতা সুজন চক্রবর্তী, শিক্ষাবিদ অধ্যাপক পবিত্র সরকার সহ বিশিষ্ট জনেরা।
আরএসএস-বিজেপি রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা...’ গানটিকে দেশদ্রোহিতামূলক বলে দেগে দিয়েছে, আসামের বিজেপি সরকার এই গান গাওয়ার জন্য নির্যাতনও নামিয়ে এনেছে। রবীন্দ্রচেতনার বিরুদ্ধে এই সাম্প্রদায়িক মৌলবাদী হামলার প্রতিবাদে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ জুড়ে গান গেয়েই প্রতিবাদের কর্মসূচী ঘোষণা করেছে ছাত্র সংগঠন এসএফআই, যুবসংগঠন ডিওয়াইএফআই, শিক্ষক সংগঠন এবিটিএ, সাংস্কৃতিক সংগঠন আইপিটিএ ইত্যাদি বিভিন্ন গণসংগঠন।
শনিবার বিশিষ্ট বুদ্ধিজীবীদের পক্ষ থেকে এক যৌথ আবেদনে বলা হয়েছে, যে গান নিষিদ্ধ, সেই গান-ই অস্ত্র হোক। তাঁরা বলেছেন, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, বাংলা ভাষা এবং রবীন্দ্রনাথ ঠাকুর সহ বহু প্রথিতযশা বাঙালি মনীষীদের ধারাবাহিকভাবে অবমাননা করে চলেছেন বিজেপি নেতৃত্ব, এমনকি কেন্দ্রীয় মন্ত্রী সহ কয়েকটি বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরাও। বঙ্গভঙ্গ-র প্রতিবাদে ১৯০৫ সালের ৭ আগস্ট কলকাতার টাউন হলে যে সভা হয়, সেই উপলক্ষে রবীন্দ্রনাথ রচনা করেন 'আমার সোনার বাংলা , আমি তোমায় ভালোবাসি'। এই গান পরিবেশন করাকে সম্প্রতি রাষ্ট্রদ্রোহী কাজ রূপে চিহ্নিত করেছেন আসামের মুখ্যমন্ত্রী। লজ্জার কথা এই যে,পশ্চিমবঙ্গের কয়েকজন বিজেপি নেতা বলেছেন, এই রাজ্যেও তাঁরা ক্ষমতায় এলে এই গানটিকে নিষিদ্ধ করে দেবেন। আমরা দেখেছি, বাংলা ভাষায় কথা বলার 'অপরাধে' বেশ কয়েকটি বিজেপি শাসিত রাজ্যে অনেক বাঙালিকে হেনস্থা করা হয়েছে, এমনকি বলপূর্বক বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমরা এই ধরনের উক্তি ও ঘটনার তীব্র প্রতিবাদ জানাই এবং শুধু পশ্চিমবঙ্গ নয়, আমাদের দেশ ও পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসবাসকারী সকল বাংলাভাষী ও বাংলাপ্রেমী মানুষের প্রতি আহ্বান জানাই- এর প্রতিবাদে আপনারা এগিয়ে আসুন, উচ্চকণ্ঠ হোন। এই বাংলায় স্বাধীনতা আন্দোলনের ঐতিহ্য বহন করছে যে গান, আসুন আমরা শপথ নিই তার অমর্যাদা হতে দেব না।
সিপিআই(এম) নেতা সুজন চক্রবর্তী বলেন, মৌলবাদীরা এক। সেটা পশ্চিমবঙ্গ হোক বা বাংলাদেশ। এরা দেশের সংস্কৃতি, শিল্পের ওপর আক্রমণ নামিয়ে আনে। এই প্রতিবাদ মৌলবাদের বিরুদ্ধে।
অধ্যাপক পবিত্র সরকার বলেন, যারা এই কাজ করেছে তাদের ধিক্কার জানাই।
Jadavpur
রবীন্দ্রভাবনার ওপর আক্রমণ, প্রতিবাদ যাদবপুরে
×
Comments :0