বইকথা
নতুনপাতা
এক উজ্জ্বল উদ্ধার
 
প্রদোষকুমার বাগচী
৩ নভেম্বর ২০২৫, বর্ষ ৩
                        
                        
রেভারেন্ড লালবিহারী দে সাহিত্য জগতে বিখ্যাত হয়ে আছেন ‘ফোক টেলস অব বেঙ্গল’ গ্রন্থের জন্য। ১৮২৪ সালে জন্ম। প্রয়াত হন ১৮৯৪ সালে। ‘গোবিন্দ সামন্ত বা হিস্ট্রি অব আ বেঙ্গল রায়ত’ তাঁর লেখা একটি বিখ্যাত উপন্যাস। এই উপন্যাসে শুধু জমিদারি শোষণের তীব্র প্রতিবাদই ছিল না, হিন্দু বিধবাদের অবমাননা ও সামাজিক অত্যাচারেরও বিশদ চিত্র ছিল। তিনি বিশ্বাস করতেন—সমাজের প্রতিটি মানুষের অধিকার আছে এবং শিক্ষাদান সরকারের কর্তব্য। তিনি হিন্দুভেদ  জাতিপ্রথার, ভারতীয় ও ইউরোপীয়ের মধ্যে বৈষম্যের  ও জমিদারদের রায়ত শোষণের তীব্র সমালোচক ছিলেন। রেভারেন্ড দে-র জীবন নিয়ে ১৯১২ সালে ইংরেজি ভাষায় হরিহর দাস একটি তথ্যবহুল জীবনকথা রচনা করেন, যেটি প্রকাশিত হয়েছিল খ্রিশ্চান লিটারারি সোসাইটি অব মাদ্রাজ থেকে। সেই গ্রন্থটিরই উজ্জ্বল উদ্ধার ও সম্পাদনা করেছেন অসিতাভ দাশ।
লালবিহারী ডে 
হরিহর দাস। সম্পাদক অসিতাভ দাশ।কিশলয় প্রকাশন। ১০০ টাকা।
                                        
                                    
                                
Comments :0