Weather

ফের নিম্নচাপ! শীতের আমেজ কবে?

রাজ্য কলকাতা

পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন মায়ানমার উপকূলের কাছে ফের একটি নিম্নচাপ তৈরি হয়েছে। ফলে সমুদ্রের পরিস্থিতি এখন উত্তাল মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যদিও এর অভিমুখ বাংলাদেশ সংলগ্ন মায়ানমারের উপকূল তাই পশ্চিমবঙ্গে এর প্রভাব কেমন পড়বে না বলেই জানিয়েছে হাওয়া অফিস।

পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন মায়ানমার উপকূলের উপর বর্তমানে নিম্নচাপ কি অবস্থান করছে। আগামী ৪৮ ঘন্টায় উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে মায়ানমার ও বাংলাদেশ উপকূলের কাছে এসে স্থলভাগে প্রবেশ করবে নিম্নচাপটি। এর জেরে আগামী ৩ তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।  এই নিম্নচাপের প্রভাব পশ্চিমবঙ্গে না পড়লেও উপকূলবর্তী জেলাগুলিতে বিক্ষিপ্ত হয়ে বৃষ্টির সম্ভাবনা থাকছে। এই নিম্নচাপের প্রভাবেই শীতের আমেজ আসতে দেরি হবে দক্ষিণবঙ্গে। 
উত্তরবঙ্গের ইতিমধ্যে পারদ নামতে শুরু করেছে। অনুভূত হচ্ছে শীতের আমেজ। কিন্তু সরাসরি শীত পড়তে এখনো প্রায় ১০ দিনের অপেক্ষা করতে হবেই বলে চালাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই নিম্ন চাপের প্রভাব কাটলে আগামী সপ্তাহের শুরু থেকেই দক্ষিণবঙ্গেও কিছুটা শীত অনুভূত হতে পারে বলে মত তাঁদের।

Comments :0

Login to leave a comment