দুমাস আগেই আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে বহু মানুষের প্রাণ গিয়েছিল। ফের রবিবার মধ্য রাতে ৬.৩ এবং ৩.৯ মাত্রায় পরপর দুবার ভূমিকম্প অনুভূত হল উত্তর আফগানিস্তানে। ভূমিকম্পে কমপক্ষে সাতজন নিহত এবং প্রায় ১৫০ জন আহত হয়েছে বলে সোমবার সকালে প্রশাসনের তরফে জানানো হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক সমীক্ষা অনুসারে, আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ভূমিকম্প হয়েছে। প্রথম ভূমিকম্পটির রিখটার স্কেলে তীব্রতা ছিল ৩.৯। পরের ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.৩।
ইউএসজিএস'র তথ্য অনুযায়ী রবিবার রাত ১২টা ৫৯ মিনিটে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলমে ভূপৃষ্ঠের ২৮ কিলোমিটার গভীরে কম্পনের উৎসস্থল।
আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, "আজ সকাল পর্যন্ত মোট ১৫০ জন আহত এবং সাতজনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। আহতদের স্বাস্থ্যকেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের উদ্ধারের ভিডিও এবং ধ্বংসাবশেষের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে। উদ্ধার কাজ চলছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিন ভূমিকম্পের পরই মার্কিন জিওলজিক্যাল সার্ভের তরফে কমলা সতর্কতা জারি করা হয়। সংস্থার আশঙ্কা জোরাল ভূমিকম্পের প্রভাব ভয়ঙ্কর হতে পারে। বিপুল প্রাণহানির আশঙ্কা এবং বিস্তীর্ণ এলাকা জুড়ে ক্ষয়ক্ষতি হতে পারে।
গত কয়েক মাসে আফগানিস্তানে একটার পর একটা ভূমিকম্প অনুভূত হয়েছে। গত ২৪ অক্টোবর ৩. ৭ মাত্রার ভূমিকম্প হয়। তার আগে ১৭ অক্টোবর ৫.৬ মাত্রায় ভূমিকম্প হয় আফগানিস্তান। তবে ওই ভূমিকম্পে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি। তবে গত ৩১ আগস্ট ৬.০ মাত্রায় আফগানিস্তানে ভূমিকম্প হয়। তাতে দু’হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়। আহতের সংখ্যা ছিলপ্রায় তিন হাজার। এদিনের ভূমিকম্পে সাত জনের মৃত্যু হয়েছে আহত হয়েছেন আরও ১৫০ জন।
Earthquake
আফগানিস্তানে ভূমিকম্প, নিহত ৭, আহত ১৫০
×
Comments :0