India-South Africa WWC Final

শেফালি-দীপ্তির বড় রান, রিচার ঝোড়ো ব্যাটিংয়ে ২৯৮ ভারতের

খেলা

মারমুখী রিচা।

দক্ষিণ আফ্রিকার সামনে প্রায় ৩০০ রানের টার্গেট রাখল ভারত। ভারতের স্কোর ২৯৮/৭। 
শেফালি ভার্মার ৮৭(৭৮) এবং দীপ্তি শর্মার ৫৮ রান জোরালো ভিতের ওপর দাঁড় করিয়েছে ভারতকে।
রিচা ঘোষ ঝোড়ো ইনিংস খেলে ২৪ বলে ৩৪ রান করেছেন। এদিনে দুই ওপেনার শেফালি এবং স্মৃতি মান্ধানা ভারতকে ১০০ রানের গন্ডি পার করিয়ে দেন। তারপরই আউট হন স্মৃতি। তবে তার আগেই রেকর্ড করেছেন স্মৃতি। এদিন তাঁর ৪৫ রানের ইনিংস একদিনের মহিলা বিশ্বকাপ ক্রিকেটের কোনও একটি টুর্নামেন্টে ভারতীয় ব্যাটার হিসেবে সর্বোচ্চ ৪৩৪ রান সংগ্রহকারীর জায়গায় পৌঁছে দিয়েছে। এতদিন সেই রেক্রড ছিল মিতালি রাজের। 
এদিন জেমিমা রডরিগজ (২৪) এবং হরমনপ্রীত কৌর (২০) প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেননি। এই দুই ব্যাটারকে ঘিরে প্রত্যাশা বাড়ে সেমিফাইনালে অবিশ্বাস্য জয়ের পর। 
মাঝে রানের গতি কমছিল পরপর উইকেট পড়ে যাওয়ায়। সে সময়েই ঝোড়ো ইনিংস খেললেন রিচা ঘোষ। নেমে দ্বিতীয় বলেই ছয় মারেন তিনি। ৩৪ রানের ইনিংসে ছিল ২টো ছয় এবং ৩টে চার। 

Comments :0

Login to leave a comment