কয়েটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া নির্বিঘ্নেই সম্পন্ন হল বিহার বিধানসভার ১২১টি আসনের ভোটগ্রহণ ৷ বৃহস্পতিবার বিকেলে নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী এদিন বিকেল পাঁচটা পর্যন্ত ভোট পড়েছে ৬০.১৩ শতাংশ ৷ এদিন সন্ধ্যা ৬ প্রর্যন্ত ভোট গ্রহণ চলেছ। এদিন সকাল সাতটা থেকে সন্ধ্যা ছটা প্রর্যন্ত ২৪৩টি আসনের মধ্যে ১২১টি আসনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। কমিশন জানায় সন্ধ্যা প্রর্যন্ত ভোটের হার বেড়ে হয় ৬৪.৪৬ শতাংশ ৷ এদিন ১৬ জন মন্ত্রী সহ মোট ১ হাজার ৩১৪ জন প্রার্থীকে ভোট দিয়েছেন মানুষ।
এদিন ভোটগ্রহণ হয়েছে পাটনা, দ্বারভাঙ্গা, মধেপুরা, সহরসা, মুজফ্ফরপুর, গোপালগঞ্জ, সিওয়ান, সারণ, বৈশালী, সমস্তিপুর, বেগুসরাই, লখীসরাই, মুঙ্গের, শেখপুরা, নালন্দা, বক্সার এবং ভোজপুর জেলায়। কমিশনের তথ্য অনুযায়ী, এদিন বেগুসরাই জেলায় ভোট পড়েছে ৬৭.৩২ শতাংশ ৷ শেখপুরায় ভোট পড়েছে ৫২.৩৬ শতাংশ।
এদিন সকাল ৯টা পর্যন্ত ভোট দানের হার ছিল ১৩.১৩ শতাংশ। সকাল ১১টায় ভোটের হার গিয়ে দাঁড়ায় ২৭.৬৫ শতাংশে ৷ দুপুর ১টা ভোট পড়ে ৪২.৩১ শতাংশ ৷ তারপর বিকেল তিনটে নাগাদ কমিশন জানায় ভোটের হার বেড়ে হয়েছে ৫৩.৭৭ শতাংশ ৷ বিকেল পাঁচটায় ভোটের হার গিয়ে দাঁড়ায় ৬০.১৩ শতাংশ ৷
Bihar Election
সন্ধ্যা পর্যন্ত বিহারের প্রথম দফায় ভোটের হার ৬৪.৪৬%, জানালো কমিশন
×
Comments :0