হরিয়ানা বিধানসভা নির্বাচনে কারচুপি নিয়ে বুধবার সরব হলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সাংবাদিক সম্মেলন করে তিনি অভিযোগ করেছেন যে হরিয়ানায় ২৫ লক্ষ ভোট চুরি হয়েছে, যেখানে মোট ২ কোটি ভোটার রয়েছে। রাহুল বলেন, ‘এর অর্থ হল হরিয়ানার প্রতি আটজন ভোটারের মধ্যে একজন ভুয়ো ভোটার আছেন।’
এদিন রাহুল বলেন সমস্ত বুথ ফেরত সমীক্ষা হরিয়ানা নির্বাচনে কংগ্রেসের জয়ের পূর্বাভাস দিয়েছিল, কিন্তু ফলাফলে উল্টো ছবি দেখা যায়। তিনি বিজেপি নেতা এবং মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনির একটি ভিডিওও দেখিয়েছেন, যিনি ফলাফলের আগে মিডিয়াকে বলছেন যে "ব্যবস্থা" করা হয়েছে এবং বিজেপি নির্বাচনে জয়লাভ করছে। "এই ব্যবস্থাগুলি কী?" তা নিয়ে প্রশ্ন তুলেছেন লোকসভার বিরোধী দলনেতা।
উদাহরণ তুলে ধরে রাহুল গান্ধী হরিয়ানার ভোটার তালিকার ২২টি নাম দেখিয়েছেম যার মধ্যে একজন মহিলার ছবি রয়েছে। এটি ম্যাথিউস ফেরেরো নামে একজন ব্রাজিলিয়ান মডেলের ছবিও রয়েছে তালিকায়। কংগ্রেস নেতা বলেন, এই ব্রাজিলিয়ান মহিলার ছবি ভোটার তালিকায় ২২ বার "সুইটি, সীমা, সরস্বতী" নামে বিভিন্ন নামে দেখা গিয়েছে।
কমিশনের নিশানা করে রাহুল বলেন, ‘নির্বাচন কমিশন এক সেকেন্ডের মধ্যে ডুপ্লিকেট নাম বাদ দিতে পারে। কেন তারা তা করে না? কারণ তারা বিজেপিকে সাহায্য করছে।’ তিনি রাজ্যের ভোটার তালিকায় একই ছবি কিন্তু ভিন্ন নামের ভোটার আইডির বেশ কয়েকটি উদাহরণ দেখিয়েছেন এদিনের সাংবাদিক সম্মেলনে।
পাল্টা নির্বাচন কমিশন প্রশ্ন তুলেছে ভোটের দিন কংগ্রেসের পোলিং এজেন্টরা কী করছিলেন বুথে? তারা কেন আপত্তি জানায়নি? কমিশনের কথায়, ভোটার যদি ভোট দিয়ে থাকেন বা ভোটারের পরিচয় নিয়ে সন্দেহ থাকে তবে তাদের আপত্তি জানানো উচিত।
Rahul Gandhi
হরিয়ানায় ভোট চুরি নিয়ে সরব রাহুল
×
Comments :0