দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংসদ নির্বাচনে ব্যাপক সংখ্যক ভোটে জয় বাম ছাত্রদের। সেন্ট্রাল প্যানেলের বিভিন্ন পদের ভোট গণনা এখনও চলছে। তবে বিপুল সংখক ভোট এগিয়ে রয়েছে বাম প্রার্থীরা। তবে বিভিন্ন বিভাগের ফলাফল প্রকাশ হতে শুরু করেছে। সেখানেও বাম প্রার্থীদের জয়জয়কার।
বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে প্রায় ৪২ টি বিভাগীয় কাউন্সিলর পদে নির্বাচন হয়েছে। জেএনইউ'র এসএফআই ইউনিটের তরফে জানায় হয়েছে, পদার্থ বিজ্ঞান বিভাগে প্রগতিশীল প্যানেলের তরফে ঈশিতা, প্রিয়াংশু, এবং অভিষেক জয় যুক্ত হয়েছেন। পাশাপাশি দিব্যা দেয় আর্টস ও এস্থেটিক্স বিভাগের কাউন্সিলর পদে জয়যুক্ত হয়েছেন। এবং পিএইচডি বিভাগের কাউন্সিলার হিসাবে পরাণ অমিতাভও জয়যুক্ত হয়েছেন। বাকি বিভাগ গুলির ভোট গণনার প্রক্রিয়া এখনও চলছে।
প্রায় ৯০৪৩ জন শিক্ষার্থী মূল কেন্দ্রীয় পদগুলির পছন্দের নির্বাচনের জন্য ভোট দিয়েছেন। বাম জোটের তরফে অদিতি মিশ্র প্রেসিডেন্ট পদে, কিজহাকূট গোপিকা বাবু ভাইস-প্রেসিডেন্ট, সুনীল যাদব জেনেরাল সেক্রেটারি ও ড্যানিশ আলী জয়েন্ট সেক্রেটারি পদে দাঁড়িয়েছিলেন। পাশাপাশি এবিভিপি-র তরফেও প্রার্থী দেওয়া হয়। তবে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে বাম জোটের প্রার্থীরাই বিপুল সংখ্যক ভোটে এগিয়ে রয়েছে।
এসঅফআই'র সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য বিজয়ী প্রার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, "ফ্যাসিবাদের মোকাবিলায় বাম ঐক্য সুদৃঢ করা আবশ্যক। জেএনইউ'র ফলাফল তারই জানান দিচ্ছে। এখনো পুরও ফলাফল প্রকাশ হয়নি। তবে সব আসনেই বাম প্রার্থীরা জয়ী হবেন।"
Comments :0