Protest for start of the 100-day work

একশো দিনের কাজ শুরুর লড়াইয়ে মোর্চা রাজ্যে

রাজ্য

একশো দিনের কাজ শুরুর লড়াই গড়তে তৈরি হলো মঞ্চ। বুধবার বিভিন্ন সংগঠনের বৈঠক থেকে গড়া হয়েছে ‘এনআরইজিএ সংঘর্ষ মোর্চা’। 
কলকাতা হাই কোর্ট , এমনকি সুপ্রিম কোর্টের রায়ের পরও একশো দিনের কাজ শুরুর কোনো ইঙ্গিত নেই রাজ্যে। আইনি নির্দেশ মেনে কাজ শুরুর দাবিতে আন্দোলন গড়বে মোর্চা। 
মোর্চার পক্ষে তুষার ঘোষ, সজল চৌধুরী এবং অনুরাধা তলোয়ার জানিয়েছেন যে কাজ শুরু না হলে ডিসেম্বরে রাস্তায় নামবে সব সংগঠন। 
রাজ্যে একশো দিনের কাজ ঘিরে দুর্নীতির বহু অভিযোগ বারবার উঠেছে তৃণমূল সরকারের বিরূদ্ধে। কেন্দ্রের বিজেপি সরকার দুর্নীতিতে দায়ীদের শাস্তি দেয়নি। উল্টে গরিব মানুষকে বিপদে ফেলে কাজ বন্ধ করে রেখেছে। 
এর আগে কলকাতা হাই কোর্ট ১ আগস্ট থেকে কাজ শুরু করার নির্দেশ দেয়। কেন্দ্রের সরকার তার বিরূদ্ধে সুপ্রিম কোর্টে যায়। সেখানেও কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।
মোর্চা জানিয়েছে, কাজ শুরু হলেও দুর্নীতি রোধে লড়াই চলবে। 
এদিন বৈঠকে ছিলেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমও।

Comments :0

Login to leave a comment