পারিবারিক বিবাদের জেরে এক রক্তাক্ত ঘটনায় চাঞ্চল্য ছড়াল মালবাজারের ডামডিমের তাজিয়া মোড়ে। শনিবার সকাল প্রায় ১১টা নাগাদ এক যুবক ধারালো অস্ত্র নিয়ে তার পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। এই ঘটনায় মোট পাঁচজন গুরুতরভাবে আহত হয়েছেন। অভিযুক্তকে ধরে রাস্তায় বেঁধে রাখেন স্থানীয় বাসিন্দারা, পরে পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম সরতাজ আনসারি (৩৫), স্থানীয় বাসিন্দা। প্রথমে সে তার মা সালমা বেগম (৫৭)-এর ওপর ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ করে। এরপর সে তার বোন জারিনা খাতুন এবং দাদা ইসলাম আনসারিকেও গুরুতরভাবে জখম করে। পরিবারের সদস্যদের বাঁচাতে এগিয়ে আসা প্রতিবেশী গুলাব আনসারি (৫০)ও আক্রান্ত হয়ে রক্তাক্ত হন। ধস্তাধস্তির সময় অভিযুক্ত সরতাজ নিজেও আঘাত পায়।
আহতদের চিৎকারে এলাকার মানুষজন ছুটে আসেন। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা সরতাজকে আটক করে রাস্তায় বেঁধে রেখে মালবাজার থানায় খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেপ্তার করে।
আহতদের সকলকে প্রথমে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর মা সালমা বেগম এবং প্রতিবেশী গুলাব আনসারিকে আশঙ্কাজনক অবস্থায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে।
এই নৃশংস ঘটনাকে কেন্দ্র করে গোটা তাজিয়া মোড় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের প্রতিক্রিয়া উদ্ধৃত করে খবরে বলা হয়েছে, "সরতাজের মতো শান্ত স্বভাবের একজন মানুষের এমন নৃশংস আচরণে আমরা স্তম্ভিত।" ঠিক কী কারণে সরতাজ এমন হামলা চালাল, তার তদন্ত শুরু করেছে পুলিশ।
weapon attack
পারিবারিক বিবাদের জেরে ধারালো অস্ত্রের কোপে জখম পাঁচ, চাঞ্চল্য মালবাজারে
×
Comments :0