জলপাইগুড়ির পরিবেশপ্রেমী সংগঠন প্রত্যুষা এবং জলপাইগুড়ি পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে রবিবার বিকালে পরিবেশ পদযাত্রা অনুষ্ঠিত হয়। জলপাইগুড়ি শহরের দেশবন্ধু পাড়া মিলন সংঘ ময়দান থেকে পরিবেশ পদযাত্রা শুরু হয়ে দেশবন্ধু পাড়া, বিবেকানন্দ পাড়া, পূর্ব অরবিন্দ নগর হয়ে জাগ্রত সংঘের মাঠে এসে শেষ হয় পদযাত্রা। এর আগে প্রায় দু মাস ধরে ২৩ নম্বর ওয়ার্ডের সমস্ত গলিতে বকুল, পলাশ সহ প্রায় ৩০০ বিভিন্ন ধরনের গাছ লাগানো হয়।
স্থানীয় জাগ্রত সংঘের মাঠে একটি পরিবেশ সচেতনতা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন পরিবেশপ্রেমী রঞ্জিত কুমার মিত্র। উপস্থিত ছিলেন কৌশিক সিকদার, সুখেন্দু চক্রবর্তী, ২৩ নম্বর ওয়ার্ডের সিপিআই(এম) কাউন্সিলর সঞ্চিতা পঞ্চানন (ধর) প্রমুখ।
Jalpaiguri Environment
পরিবেশ পদযাত্রা, রোপন ৩০০ চারাও

×
Comments :0