প্রতিবেশী যুবকের হাতে বৃদ্ধ দম্পতির খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো পুরুলিয়া র বলরামপুরে। শুক্রবার বলরামপুর থানার হাড়াত গ্রামের যুবক ঘটক সিং সর্দার গ্রামেরই হাঁড়িরাম সিং সর্দার(৬৩) ও তার স্ত্রী বিন্দেশ্বরী সিং সর্দার(৫৫) কে তাদের বাড়ির সামনেই নৃশংস ভাবে লাঠিপেটা করে। যুবকের আক্রমণ দুজনেই ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত যুবক ঘটনার পর সেখান থেকে পালিয়ে যায়। বাড়ির সামনেই রক্তাক্ত অবস্থায় লুটিয়েছিল ওই বৃদ্ধ দম্পতি। কিছুক্ষণ পর হাঁড়িরাম সিং সর্দারের ছেলে বাড়ি ফিরে দেখে তার বাবা-মা রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছেন। তিনি বলরামপুর থানায় খবর দিলে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে যায়। গুরুতর জখম অবস্থায় বৃদ্ধ দম্পতিকে উদ্ধার করে বলরামপুর বাঁশগড় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হলে চিকিৎসকেরা হাঁড়িরাম সিং সর্দারকে মৃত বলে ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় তার স্ত্রী বিন্দেশ্বরী দেবীকে উন্নত চিকিৎসার জন্য পুরুলিয়া দেবেন মাহাতো সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসকেরা বিন্দেশ্বরী সিং সর্দার কে মৃত বলে ঘোষণা করেন। কেন এই খুনের ঘটনা সে বিষয়টি স্পষ্ট না হলেও ঘটক সিং সর্দার নামে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের তরফে ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে বলরামপুর থানার পুলিশ। মৃতের পুত্র মঙ্গল সিং সর্দার জানিয়েছেন তার মা জল আনতে গেছিলেন। জল নিয়ে যখন ফিরছিলেন তখনই এই ঘটনাটি ঘটে। বাবাও অসুস্থ। লাঠি নিয়ে হাঁটাচলা করেন। হয়তো মাকে বাঁচাতেই বাবা আসছিলেন ।গাঁয়ের লোক তখন কেউ ছিলনা । অনেকেই ধান কাটতে চলে গিয়েছিল। তারও প্রশ্ন কেন মারল বুঝতে পারছি না। অভিযুক্ত যুবক সম্পর্কে তার আত্মীয় হয় এবং তার দাবি সে মানসিক ভারসাম্যহীন। ঘটনার জেরে গ্রামে আতঙ্ক ছড়িয়েছে। গ্রামে রয়েছে পুলিশ মোতায়েন।
Purulia
যুবকের হাতে বৃদ্ধ দম্পতি খুন, চাঞ্চল্য পুরুলিয়ায়
×
Comments :0