Left Bihar

গণনা কেন্দ্রে সতর্কতার বার্তা বামপন্থী ৩ দলের

জাতীয়

বিরোধী জোট ‘মহাগঠবন্ধন’-র অংশ হিসেবে মোট ২৮ কেন্দ্রে লড়ছে বামপন্থীরা। গণনা কেন্দ্রে সতর্ক থাকার বার্তা দিয়েছে বামপন্থী নেতৃবৃন্দ।
সিপিআই(এম) লড়ছে ৪ আসনে। পিপরায় রাজমঙ্গল প্রসাদ, হায়াঘাটে শ্যাম ভারতী, মানঝিতে সত্যেন্দ্র যাদব, বিভূতিপুরে অজয় কুমার প্রার্থী। সত্যেন্দ্র যাদবের ওপর কয়েকবার হামলা হয়েছে ভোট প্রচারে।
সিপিআই লড়ছে হরলাখি, ঝাঁঝরপুর, তেঘরা, বখরি, বাঁকে কেন্দ্রে।
সিপিআই(এম-এল) লড়ছে ১৯ কেন্দ্রে। গত বিধানসভা ভোটে ১২ আসনে জয়ী হয়েছিল এই বামপন্থী দল। সিপিআই এবং সিপিআই(এম) ২টি করে আসনে জয়ী হয়েছিল।
২০২০’র বিধানসভা ভোটে সবচেয়ে বেশি আসন পায় আরজেডি, ৭৫ আসন। বিজেপি তার পরেই, ৭৪ আসন। 
বিজেপি জোট এনডিএ পায় ১২৫ আসন। ভোট ৩৭.২৬ শতাংশ। মহাগঠবন্ধন পায় ১১০ আসন। ৩৭. ২৩ শতাংশ।

Comments :0

Login to leave a comment