POETRY / MANJUVAS MITRA / SAMYABAD / MUKTADHARA / 11 JULY 2025 / 3rd YEAR

কবিতা / মঞ্জুভাষ মিত্র / সাম্যবাদ / মুক্তধারা / ১১ জুলাই ২০২৫ / বর্ষ ৩

সাহিত্যের পাতা

POETRY  MANJUVAS MITRA  SAMYABAD  MUKTADHARA  11 JULY 2025  3rd YEAR

কবিতা / মুক্তধারা

সাম্যবাদ

মঞ্জুভাষ মিত্র 

স্বপ্ন দেখি পৃথিবীজোড়া ঝোড়ো হাওয়া সাম্যবাদ 

মানুষে মানুষে ভেদ নেই এই না ইল সংবাদ 

যখন আমি রাস্তা দিয়ে দুপুরবেলা হেঁটে যাই 

পথশিশুকে আদর করি মুখে তার চুমু খাই

মা কে তার  হেসে বলি ৳ তুমি নতুন আলোর সখী

ম্যানিফেস্টোর সোনার পাতায় খেলছ তুমি আমি দেখি

দুনিয়ার যত কৃষক শ্রমিক তোমরা সবাই এক হও

মাথা উঁচু   করে দাঁড়াও তোমরা কেউ ছোট নও 

আমি কবি ছান্দসিক শব্দমালা-গাঁথা শ্রমিক 

স্বাধীনতা লেখা পতাকা নিয়ে হাঁটবো নির্ভীক 

তোমরা  আমার হাত ধরো চলার পথে বোন ভাই 

ভালোবাসার চেয়ে বড় পৃথিবীতে আর কিছু নাই

Comments :0

Login to leave a comment