কবিতা / মুক্তধারা / কবিপক্ষ / বর্ষ ৩
কবি প্রণাম
উপাসনা হালদার
ছোট্ট রবি হয়ে জন্ম নিলে, ঠাকুর পরিবারে।
বড়ো হওয়ার সাথে সাথে, সমাদৃত সবার ঘরে।।
আমাদের জীবন সহজ করেছে, তোমার সহজপাঠ।
যেদিকে তাকাই তোমার লেখনী, বেঁধেছে আট-ঘাট।।
তোমার লেখাতে শুরু হয় যে, আমাদের পথচলা।
তোমারি ছন্দে শেষ হয়ে যাবে, মোদের শেষের বেলা।।
দিবস-রজনী সকল সময়, রয়েছো হৃদয় মাঝে।
মধ্যগগনের সূর্য হয়ে থেকো সকল কাজে।।
অসীম অনন্ত গুনের কথা, না যায় লেখালেখি।
নোবেল জয় করেছিলে, গীতাঞ্জলি লিখি।।
শোনিতে শোনিতে বেঁধেছে দানা, তোমারি লিপির টান।
আজকে তোমার জন্মদিবস, লহ সশ্রদ্ধ প্রণাম।।
Comments :0