বলতে পারো — অমল কর — নতুনপাতা — উত্তর : ২৫ সেপ্টেম্বর ২০২৫, বর্ষ ৩
জিজ্ঞাসা
১. কোন্ দল বিজয়ী ২০২৫ সালে কলকাতা ফুটবল লিগ?
২. এবার ফুটবলে পুরুষ ও মহিলা বিভাগে কে কে পেলেন ফরাসি দেশের ব্যালন ডি'ওর পুরস্কার?
৩. বাংলার প্রথম পূজা বার্ষিকী কোনটি?
৪. কে ছিলেন বাংলার প্রথম নারী শহিদ?
৫. কে ছিলেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ?
৬. ইনকিলাব জিন্দাবাদ স্লোগান নির্মাতা বিপ্লবী ভগৎ সিং কোন্ ছদ্মনামে লিখতেন?
সমাধান
১. ২০২৪ মরশুমের পর ২০২৫ সালেও ইস্টবেঙ্গল ক্লাব কলকাতা ফুটবল লিগ জয়ী।
২.ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের উদ্যোগে ১৯৫৬ সাল থেকে চালু ফুটবলে ব্যালন ডি'ওর পুরস্কার পেলেন ২০২৪-২৫ বর্ষে পুরুষ বিভাগে ফরাসি দলের উইঙ্গার দেম্বেলে এবং মহিলা বিভাগে পর পর তিনবার পেলেন স্পেনের আইতানা বোনমাতি।
৩. ইন্ডিয়ান রিফর্ম অ্যাসোসিয়েশনের পক্ষে ১৮৭৩ সালে কেশবচন্দ্র সেন সম্পাদিত "সুলভ সমাচার" বাংলা ভাষায় প্রকাশিত প্রথম পূজাবার্ষিকী পত্রিকা(১২৮০ বঙ্গাব্দের আশ্বিন মাস)।
৪. বিপ্লবী মাস্টারদা সূর্য সেন-এর নির্দেশে বাংলার অগ্নিকন্যা প্রীতিলতা (দাশগুপ্ত) ওয়াদ্দেদার (ডাকনাম রানি) ২৪/০৯/১৯৩২ তারিখে চট্টগ্রাম পাহাড়তলি ইউরোপীয়ান ক্লাব আক্রমণ করেন, কিন্তু অসম লড়াইয়ে ১জন শহিদ ও ১১জন আহত হলে তিনি আত্মহত্যা করে বাংলার প্রথম নারী শহিদ হন।
৫. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (জন্ম ২৬/০৯/১৮২০) সংস্কৃত ভাষা ও সাহিত্যে অগাধ পাণ্ডিত্যের জন্যবিদ্যাসাগর উপাধি পান।বাল্যবিবাহ প্রতিরোধ, বিধবা বিবাহ প্রচলন, নারীশিক্ষার প্রসার,বাংলা গদ্যের সংস্কার ও অনেক আকরগ্ৰন্থের স্রষ্টা তিনি।
৬. ইনকিলাব জিন্দাবাদ স্লোগান নির্মাতা ভগৎ সিং ( জন্ম ২৭/০৯/১৯০৭) 'বলবন্ত সিং' ছদ্মনামে লাহোরে 'দ্বারকাদাস লাইব্রেরি'র সদস্য হয়ে 'প্রতাপ' পত্রিকায় লিখতেন।
Comments :0