উইং কমান্ডার নিকিতা পাণ্ডেকে বিমানবাহিনী থেকে সরাতে বারণ করল সুপ্রিম কোর্ট। পাণ্ডে ‘অপারেশন সিন্দুর’-র সঙ্গে যুক্ত থেকেছেন।
এর আগে পাক অধিকৃত কাশ্মীরের বালাকোটে সন্ত্রাসবাদী ঘাঁটিতে ভারতের বিমানহানার অভিযানেও যুক্ত ছিলেন।
এই মহিলা আধিকারিক সুপ্রিম কোর্টে দায়ের এক আবেদনে অভিযোগ করেছে যে তাঁর বিমান বাহিনীতে তাঁকে স্থায়ী দায়িত্ব দেওয়া হচ্ছে না। যার পিছনে রয়েছে বৈষম্যের মনোভাব।
বিচারপতি সূর্য কান্ত এবং এন কোটেশ্বর সিংয়ের বেঞ্চ এদিন নোটিস পাঠিয়েছে ভারতীয় বায়ুসেনা এবং কেন্দ্রকে। অভিযোগের পরিপ্রেক্ষিতে বক্তব্য জানাতে বলা হয়েছে।
বেঞ্চ বলেছে, বিশ্বের অন্যতম সেরা আমাদের বিমানবাহিনী। আধিকারিকরা অত্যন্ত দক্ষ। তাঁরা দেশের সম্পদ। বেঞ্চ বলেছে, স্বল্পমেয়াদী নিযুক্তিতে চাকরির অনিশ্চয়তা থাকে। বাহিনীর পক্ষে তা ভালো হতে পারে না। আমরা বাহিনীর কর্মপদ্ধতি সম্পর্কে বিশেষজ্ঞ নই। কিন্তু সাধারণ ভাবে বলা যায় যে এই আধিকারিকদের কাজের নিশ্চয়তার প্রশ্নটিতে আপস করা যায় না।
পাণ্ডের আইনজীবী মেনকা গুরুস্বামী বলেছেন, অভিযোগে জানিয়েছেন যে ১৩ বছরের বেশি কাজে যুক্ত থাকার পরও তাঁর ‘পার্মানেন্ট কমিশন’ হয়নি। বিমানযুদ্ধ নিয়ন্ত্রণ বিশেষজ্ঞদের জন্য পীরক্ষায় এই মহিলাই দেশে দ্বিতীয় স্থানাধিকারী ছিলেন।
উল্লেখ্য, সেনায় মহিলাদের স্থায়ী নিযুক্তি না দেওয়ায় একাধিক মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে।
Nikita Pandey
দুই অভিযানে যুক্ত থাকার পরও হয়নি স্থায়ী নিযুক্তি, সুপ্রিম কোর্টে মহিলা উইং কমান্ডার

×
Comments :0