S Jaishnkar

আমেরিকার হস্তক্ষেপ নয়, দ্বিপাক্ষিক আলোচনার ফলে হয়েছে যুদ্ধ বিরতি, ফের দাবি জয়শঙ্করের

জাতীয়

ভারত এবং পাকিস্তান, দুই দেশে দ্বিপাক্ষিক আলোচনার পরই নেওয়া হয়েছে যুদ্ধ বিরতির সিদ্ধান্ত। একটি সাক্ষাৎকারে মার্কিন রাষ্ট্রপতি ট্রামপের মধ্যস্ততার সাবি ফের উড়িয়ে দিয়ে দাবি করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। 

নেদারল্যান্ডের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিশ্বের একাধিক দেশের কাছে ভারত জানিয়েছিল যে পাকিস্তান যদি আমাদের সাথে এই বিষয় আলোচনায় বসতে চায় তবে আমরা রাজি আলোচনায় বসতে।’’

তিনি বলেন, ‘‘সব দেশের কাছে ভারত সরকারের পক্ষ থেকে একটাই কথা বলা হয়েছিল। তা হচ্ছে পাকিস্তান যদি যুদ্ধ বিরতি চায় তবে তারা সরাসরি ভারতের সাথে কথা বলুক। তাদের সেনা প্রধান ভারতের সেনা প্রধানের সাথে কথা বলুক। তারপর তা হয়।’’

বিদেশ মন্ত্রীর কথায় পাকিস্তানের পক্ষ থেকেই প্রথম যুদ্ধ বিরতির প্রস্তাব আসে। তিনি বলেন, ‘‘পাকিস্তানের সেনা বাহিনীর পক্ষ থেকে প্রথম বার্তা আসে যে তারা সামরিক সংঘাত বন্ধ করতে চায়। তারপর ভারত তাতে রাজি হয়।’’

১০ মে বিকেল ৫টা থেকে সংঘর্ষবিরতি চালু হয় দুই দেশের সামরিক বাহিনীর ডিজিএমও স্তরে বার্তালাপের পর। কিন্তু রবিবার, ১১ মে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প সংঘর্ষ বিরতির কৃতিত্ব জাহির করত নেমে পড়েন। সেদেশের উপরাষ্ট্রপতি এবং বিদেশ সচিবরাও জানান যে দুদেশের শীর্ষস্তরে সংঘর্ষ বিরতির জন্য কথা চালিয়েছেন তাঁরাই। ট্রাম্প বলেছেন, সংঘর্ষ বিরতি না মানলে ব্যবসা বন্ধের হুশিয়ারি দেয় আমেরিকা। 

Comments :0

Login to leave a comment