STORY / MOLLA NASIRUDDIN / BANDHUR BANDHUR BANDHUR BANDHU / MUKTADHARA / 6 JULY 2025 / 3rd YEAR

গল্প / মোল্লা নাসিরুদ্দিন / বন্ধুর বন্ধুর বন্ধুর বন্ধু / মুক্তধারা / ৬ জুলাই ২০২৫, বর্ষ

সাহিত্যের পাতা

STORY  MOLLA NASIRUDDIN  BANDHUR BANDHUR BANDHUR BANDHU  MUKTADHARA  6 JULY 2025  3rd YEAR

গল্প / মুক্তধারা , বর্ষ ৩

বন্ধুর বন্ধুর বন্ধুর বন্ধু

মোল্লা নাসিরুদ্দিন

 

একদিন এক জ্ঞাতি এসে নাসিরুদ্দিনকে একটা হাঁস উপহার দিলে। নাসিরুদ্দিন ভারী খুশি হয়ে সেটার মাংস রান্না করে জ্ঞাতিকে খাওয়ালে।

কয়েকদিন পরে মোল্লাসাহেবের কাছে একজন লোক এসে বললে, আপনাকে যিনি হাঁস দিয়েছিলেন, আমি তাঁর বন্ধু।

নাসিরুদ্দিন তাকেও মাংস খাওয়ালে।

এর পর আরেকদিন আরেকজন এসে বলে, আপনাকে যিনি হাঁস দিয়েছিলেন, আমি তার বন্ধুর বন্ধু। নাসিরুদ্দিন তাকেও খাওয়ালে।

তারপর এল বন্ধুর বন্ধুর বন্ধু। মোল্লাসাহেব তাকেও খাওয়ালে।

এর কিছুদিন পরে আবার দরজায় টোকা পড়ল। আপনি কে?দরজা খুলে জিজ্ঞেস করলে নাসিরুদ্দিন।

আজ্ঞে মোল্লাসাহেব, যিনি আপনাকে হাঁস দিয়েছিলেন, আমি তার বন্ধুর বন্ধুর বন্ধুর বন্ধু।

 

ভেতরে আসুন, বললে নাসিরুদ্দিন, খাবার তৈরিই আছে।

অতিথি মাংসের ঝোল দিয়ে পোলাও মেখে একগ্লাস খেয়ে ভুরু কুঁচকে জিজ্ঞেস করলেন, এটা কীসের মাংস মোল্লাসাহেব?

হাঁসের বন্ধুর বন্ধুর বন্ধুর বন্ধুর, বললে নাসিরুদ্দিন।

Comments :0

Login to leave a comment