১১৪ বছর বয়সে প্রয়াত পরিবেশ কর্মী পদ্মশ্রী সালুমারাদা থিম্মাক্কা। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে তিনি বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন। বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে তার চিকিৎসা চলছিল। শুক্রবার সেখানেই শেষ নিশ্বাসত্যাগ করেছেন তিনি।
পরিবেশ রক্ষা এবং গাছ লাগানোর ক্ষেত্রে তাঁর বিশেষ অবদান ছিল। কর্ণাটকের হুলিকাল এবং কুদুরের মধ্যে প্রায় ৪.৫ কিলোমিটার রাস্তা জুড়ে ৩৮৫টি বট গাছ বসিয়েছিলেন তিনি। তারপর থেকেই তিনি সালুমারাদা নামে পরিচিত যার অর্থ ‘গাছের সাড়ি’।
ব্যাক্তি জীবনে নিসন্তান থিম্মাক্কা প্রতিটা গাছেকে নিজের সন্তানের মতো যন্ত নিতেন। পরিবেশের রক্ষায় তাঁর এই অবদান বহু পরিবেশবিদ এবং পরিবেশ কর্মীকে উদ্বুদ্ধ করেছে।
২০১৯ সালে পদ্মশ্রী পুরষ্কার পাওয়ার পাশাপাশি ২০১০ সালে হাম্পি বিশ্ববিদ্যালয় থেকে বিশেষ পুরষ্কার পান। ১৯৯৫ সালে পান জাতীয় নাগরিক পুরষ্কার।
থিম্মাক্কার প্রয়াণে শোক প্রকাশ করেছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। তিনি এক্সহ্যান্ডেলে লিখেছেন, ‘সালুমারাদা থিম্মাক্কার প্রয়াণের গভীর শোকপ্রকাশ করছি। তিনি গোটা জীবন জুড়ে হাজার হাজার গাছ লাগিয়েছেন, বার্তা দিয়েছেন পরিবেশ রক্ষা করার। তাঁর এই কাজ তাকে অমর করে রাখবে।’
Saalumarada Thimmakka
প্রয়াত সালুমারাদা থিম্মাক্কা
×
Comments :0