Mohunbagan Election

মোহনবাগানের নির্বাচনে ভাবনায় মহিলা ফুটবল দল, নতুন স্টেডিয়ামও

খেলা

অর্পণ সেনগুপ্ত

জুন মাসেই মোহনবাগান ক্লাবের নির্বাচন হওয়ার সম্ভাবনা। ভোটের দিন ঘোষণা না হলেও নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়েছে। বাংলার ক্রীড়া জগতের বিশেষজ্ঞদের কাছে নির্বাচন আগ্রহের কারণ হয়েছে। নির্বাচন ঘিরে উঠে এসেছে মোহন বাগান ক্লাব সম্পর্কে একাধিক বিষয়। যার মধ্যে রয়েছে সদস্য পদ, প্রবীণ সমর্থক সংক্রান্ত বিষয়। আবার ট্রফিগুলির রেপ্লিকা সংরক্ষণের ব্যবস্থা, মহিলা ফুটবল দল, নতুন স্টেডিয়াম ও পরিকাঠামোর আলোচনাও যথেষ্ট প্রবল ক্লাবে।
সম্প্রতি কলকাতা প্রেস ক্লাবে মোহনবাগান সচিব দেবাশিস দত্ত সাংবাদিক সম্মেলনে বলেছেন, ‘শেষ ৩ বছরে সদস্যের জন্য ডিজিটাল কার্ড করা হয়েছে। এই ডিজিটাল কার্ড স্ক্যান করিয়ে সদস্যরা টিকিট কাটতে পারেন।’ জানা গিয়েছে একাধিক স্থানে ‘মোহনবাগান সেন্টার’ তৈরি হবে যেখান থেকে সদস্যরা তাঁদের কার্ড স্ক্যান করিয়ে টিকিট পাবেন। থাকবে মার্চেন্ডাইস ব্যবস্থাও। 
মোহনবাগানের সিনিয়র ফুটবল দলের প্রাক্তন ম্যানেজার সঞ্জয় ঘোষ ‘গণশক্তি ডিজিটাল’-কে বলেছেন, ‘যারা পঞ্চাশ বছরের বেশি সময় ধরে ক্লাব সদস্য তাঁদের সদস্যপদের অর্থমূল্য মকুব করা উচিত।’ তিনি বলছেন, ‘কোনো সদস্য মারা গেলে তাঁর পরিবারের উত্তরসূরির হাতে মেম্বারশিপ কার্ড ট্রান্সফার করা উচিত স্বল্প পরিমান অর্থে। ম্যাচের টিকিটের সুবব্যস্থা ও মার্চেন্ডাইজকে গোটা বিশ্বে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনাও রয়েছে। ক্লাবের কর্মীদের কথা মাথায় রেখে প্রভিডেন্ট ফান্ডের ব্যবস্থাও বিবেচনায় রয়েছে।’
ট্রফিগুলির রেপ্লিকা সংরক্ষণের ব্যবস্থা সম্পর্কে দেবাশিষ দত্ত বলেছেন, ‘আইএসএল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ক্লাবে ট্রফিগুলির রেপ্লিকা রাখা যেতে পারে।’ 
সঞ্জয় ঘোষ বলেছেন, ‘ট্রফিগুলির আসল রেপ্লিকা রাখার ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে নতুন যে ক্যাম্পাসেও রাখার ব্যবস্থা করা হবে।’ 
ইস্টবেঙ্গলের মহিলা দল আই লিগ জিতেছে। মোহনবাগানের মহিলা দল গঠন দেবাশিস দত্ত বলেছেন, ‘এক সময়ে ভাবনা চিন্তা হয়েছিল মহিলা ফুটবল দল সম্পর্কে। শীঘ্রই মহিলা দল বানানো হবে।’
সঞ্জয় ঘোষ বলেছেন, ‘ক্লাবের ফুটবল বিভাগটা এখন ক্লাবের হাতে নেই। যে কোম্পানি ফুটবল দল চালাচ্ছে তাদের সঙ্গে কথা বলে মহিলা ফুটবল দল গড়ার ব্যাপারে আলোচনা হবে।’
নির্বাচনের একটি বড় ইস্যু স্টেডিয়াম ও পরিকাঠামো সংক্রান্ত বিষয়। এ ব্যাপারে দেবাশিস দত্ত জানিয়েছেন, ‘আগামী ১০-১২ বছরের জন্য একটি প্রজেক্টের কথা ভাবা হচ্ছে।  তবে বর্তমান টেন্টে কোন কিছু করতে গেলেই সেনাদের অনুমতি লাগে। জায়গায়ও ছোট। তাই নিজস্ব মাঠ ও স্টেডিয়াম গঠনোর পরিকল্পনা রয়েছে। প্রাক্তন খেলোয়াড়দের বেশি করে ক্লাবের সঙ্গে যুক্ত করারও চেষ্টা চলছে। 
সঞ্জয় ঘোষ বলেছেন, ‘মোহনবাগানের একটা নতুন ক্যাম্পাস গঠন করার কথা হচ্ছে। সেখানে মিউজিয়াম, স্টেডিয়াম ও টেনিস কার্নিভাল হবে। এখানেও প্রাক্তন প্লেয়ারদের জায়গা থাকবে।’
তবে কোথায় এই স্টেডিয়াম তৈরি করা হবে সেই বিষয় কিছু জানানো হয়নি। নির্বাচনের আগে স্বাভাবিক ভাবেই নানা প্রতিশ্রুতি পরিকল্পনার কথা শোনা গেল। 
তবে আইএসএলের জন্য ফ্রাইঞ্চাইজির সঙ্গে সুসম্পর্কও যে নির্বাচনে প্রভাব ফেলবে। এর আগে অজস্র নির্বাচন হয়েছে ময়দানের ক্লাবগুলিতে। তাতে বহু ইস্যু এসেছে। তবে কর্পোরেট ফুটবলের ছায়ায় প্রতিশ্রুতির চরিত্রের পরিবর্তন এবারে যা দেখা যাচ্ছে, তা অভূতপূর্ব।

Comments :0

Login to leave a comment