গোটা দেশ সহ রাজ্যেও ফের বাড়ছে করোনার প্রকোপ। মোট ১১ জন আক্ৰান্ত রয়েছেন কলকাতায়। যদিও সরকারি তথ্য বলছে আক্রন্তের সংখ্যা ১। পাওয়া গেছে করোনার নতুন সাব ভ্যারিয়েন্ট। কিন্তু এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই জানাচ্ছেন চিকিৎসকরা। স্বাস্থ্যবিধি পালন করার কথা জানাচ্ছেন চিকিৎসকরা।
উদ্বেগজনক ভাবে সিঙ্গাপুরে কয়েক সপ্তাহ ধরে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এছাড়াও চিন ও থাইল্যান্ডেও বাড়ছে সংক্রমিতের সংখ্যা। ভারতেও বেড়েছে আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় সরকারে তথ্য বলছে বর্তমানে দেশে আক্রান্ত অবস্থায় রয়েছেন এমন রোগীর সংখ্যা ২৫৭ জন। পশ্চিমবঙ্গে এই সংখ্যাটা ১১ জন। ৬ জন কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাঁদের অবস্থা স্থিতিশীল বলে জানা যাচ্ছে। কেরালা, তামিলনাড়ু ও মহারাষ্টে বেড়েছে আক্রান্তের সংখ্যা। কিন্তু চিকিৎসকরা জানাচ্ছেন এখনই ভয় পাওয়ার মত কিছু নেই। চিকিৎসক সুবর্ণ গোস্বামী জানাচ্ছেন, "সিঙ্গাপুরে আক্রান্তের সংখ্যা বাড়ার পর থেকেই আমাদের দেশে করোনার টেস্ট বেড়েছে তাই কিছু জায়গায় আক্রান্তের সংখ্যাও বাড়তে দেখা যাচ্ছে। কিন্তু এখনই উদ্বেগের কারণেই। নতুন যে ভ্যারিয়েন্ট পাওয়া গেছে তার এখনও জেনম সিকোয়েন্স হয়নি। তার ফলে এর সংক্রামক ক্ষমতা কত তা বলা এখনই সম্ভব নয়।"
সুবর্ণ গোস্বামী আরও জানান যে প্রাথমিক যে স্বাস্থ্যবিধি রয়েছে যেমন হাত ভালো করে সাবান দিয়ে ধোয়া, সর্দি বা কাশি হলে মাস্ক ব্যবহার করা। বদ্ধ জায়গায় বেশিক্ষণ না থাকা ইত্যাদি। এতে শুধু করোনা নয় অনেক শ্বাস জনিত সংক্রমণ থেকে রক্ষা পাওয়া যায়।
Comments :0