Chidambaram on Per Capita Income

ইউপিএ’র দশ বছরে মাথাপিছু আয় বেড়েছিল দ্বিগুনের বেশি, নীতি-মন্তব্যে চিদাম্বরম

জাতীয়

এনডিএ সরকারের দশ বছরে মাথাপিছু আয়ের বৃদ্ধি হয়েছে প্রায় দ্বিগুন। আমরা খুশি। তবে ইউপিএ’র দশ বছরে বৃদ্ধি ছিল দ্বিগুনের বেশি।
নীতি আয়োগের সিইও বিভিআর সুব্রহ্মণ্যমের মন্তব্যে সোমবার এই প্রতিক্রিয়া দিয়েছেন কেন্দ্রের প্রাক্তন অর্থমন্ত্রী এবং কংগ্রেস নেতা পি চিদাম্বরম।
গত শনিবার নীতি আয়োগের দশম প্রশাসনিক পরিষদের বৈঠকের পর সাংবাদিক সম্মেলন করেন সুব্রহ্মণ্যম। তিনি বলেন যে মোট জাতীয় উৎপাদনের নিরিখে ভারত এখন বিশ্বে চার নম্বরে। জাপানকে পিছনে ফেলেছে ভারত। ভারতের মোট জাতীয় উৎপাদন ৪ ট্রিলিয়ন (লক্ষ কোটি) ডলার পার করেছে। 
সেই সঙ্গেই সুব্রহ্মণ্যম বলেন যে মাথা পিছু আয় এনডিএ দশ বছরে দ্বিগুন হয়েছে। আন্তর্জাতিক অর্থভাণ্ডার বা আইএমএফ’র তথ্যের উল্লেখ করে নীতি আয়োগের সিইও দেখান যে ২০১৩-১৪ অর্থবর্ষে ভারতে মাথা পিছু আয় ছিল ১৪৩৮ ডলার। ২০২৪-এ এই অঙ্ক বেড়ে হয়েছে ২৮৮০ ডলার।
কেবল মাথাপিছু আয় বা মোট জাতীয় উৎপাদনের নিরিখে দেশের উন্নয়ন মাপার নীতির বিরোধী অর্থনীতিবিদদের অনেকেই। 
তাঁদের বক্তব্য, এই হিসেবে আয়ের বৈষম্য ধরা পড়ে না। ওপরতলার অল্প অংশের বিপুল আয় বৃদ্ধি হলেও জিডিপি বা মাথা পিছু আয় বেড়ে যায়। মাথাপিছু আয় মাপা হয় মোট উৎপাদনকে জনসংখ্যা দিয়ে ভাগ করে। অথচ, নিচের দিকে থাকা স্বল্প আয়ের বিপুল অংশের জীবনমানে বৃদ্ধি এই অঙ্কের তুলনায় সামান্যই হয়। ভারতের মতো বিশ্ব অর্থনীতিতে বৈষম্যের এই সঙ্কট ধরা পড়েছে উদার অর্থনীতি পরিচালনার পর্বে। 
চিদাম্বরম আইএমএফ’র তথ্য দেখিয়েই বলেছেন যে ২০০৩-এ ভারতে মাথাপিছু আয় ছিল ৫৪৩ ডলার। ২০১৩-তে এই অঙ্ক হয় ১৪৩৮ ডলার। ২০২৩-এ মাথাপিছু আয় ছিল ২৭১১ ডলার। ২০২৪-এ মাথাপিছু আয় হয়েছে ২৮৭৮ ডলার।
এই অঙ্কের ভিত্তিতেই চিদাম্বরম বলেছেন, ‘‘এনডিএ’র দশ বছরে মাথাপিছু আয় বেড়েছে প্রায় দ্বিগুন। সঠিক হিসেবে ১.৮৯ গুন, দ্বিগুনের কিছু কম। আমরা খুশি। তবে ইউপিএ’র দশ বছরে আয় বেড়েছিল দ্বিগুনের বেশি, ২.৬৪ গুন। তার জন্য কিছুটা বেশি খুশি।’’

Comments :0

Login to leave a comment