এবার দলীয় ব্যানার টাঙ্গিয়ে রাজনৈতিক কর্মীসভা মহকুমা শাসকের অফিসের ভিতর করার অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে। বিরোধীরা প্রশ্ন তুলেছে কি ভাবে রাজনৈতিক দলের সভা মহকুমা শাসকের দপ্তরে হতে পারে। এটা সম্পূর্ণ বেআইনি। তৃণমূলের আমলে রাজ্যে আইনের শাসন বলে কিছু নেই। প্রশাসনিক নিয়ম নীতির তোয়াক্কা করে না তারা। তাতে মদত দিচ্ছে প্রশাসনিক আমলারা। আমরা এঘটনার পূর্নাঙ্গ তদন্ত করে শাস্তির দাবি জানাচ্ছি।
জানা গেছে, বৃহস্পতিবার বিকালে উলুবেড়িয়া মহকুমা শাসকের দপ্তরে তৃণমূলের ২১ জুলাইয়ের সমর্থনে তৃণমূলের একটি কর্মী সভা হয়। সেখানে প্রায় শ'খানেক তৃণমূল কর্মী উপস্থিত হয়। বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় দাস, ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান, উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের তৃণমূলের সভাপতি সেখ আকবর। কর্মী সভা অনেকক্ষন ধরে হয়।
সিপিআই(এম) নেতা সাবিরউদ্দিন মোল্লা বলেন, "আমরা মনে করি মহকুমা শাসকের দপ্তর মানে জনগণের দপ্তর। আমরা বারে বারে অভিযোগ করেছি সরকারি প্রতিনিধি ও আধিকারিকদের একাংশ তৃণমূলের দলদাসে পরিনত হয়েছে। এটা তার একটা উজ্জ্বল উদাহরণ। আমরা যতদিন সরকারে ছিলাম একাজ করিনি। আজকে ২১ জুলাইয়ের সভা মহকুমা শাসকের অফিসে হলো। আমরা এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে শাস্তির দাবি জানাচ্ছি।"
তৃণমূলের হাওড়া গ্রামীণ জেলার চেয়ারম্যান সমীর পাঁজা বলেন, "আমাদেরতো আরো অনেক জায়গা আছে। যেখানে সভা করা যেতে পারতো। দল এটা সমর্থন করেনা। এটা সম্পূর্ণ বেআইনি।"
উলুবেড়িয়ার মহকুমা শাসক মানস মন্ডল বলেন, "কর্মীদের নিয়ে মিটিং হচ্ছিল জানি। তবে ব্যানার টাঙ্গিয়ে সভা হয়েছে কিনা জানা নেই।"
Uluberia
দলীয় ব্যানারে ২১ জুলাইয়ের সভা উলুবেড়িয়া মহকুমা শাসকের দপ্তরে, তদন্তের দাবি

×
Comments :0