দিল্লি বিস্ফোরণের ঘটনায় তাদের যোগের অভিযোগ এনে যেই প্রচার চলছে তা নিয়ে বিবৃতি দিল আলফলা বিশ্ববিদ্যালয়। হোস্টেলের দুই আবাশিক মুজামিল শাকিল এবং শাহহীনের ঘর থেকে বিস্ফোরক এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে শাহহীনের নামে থাকা যেই গাড়ি মুজামিল ব্যবহার করতেন তার থেকে উদ্ধার হয়েছে রাইফেল এবং কার্তুজ। দিল্লির ঘটনার পর একাধিক সংবাদমাধ্যমের পক্ষ থেকে প্রচার চালানো হচ্ছে, ওই মেডিকেল কলেজের সরজ্ঞাম ব্যবহার করে তৈরি করা হয়েছে বিস্ফোরক।
এদিন বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিবৃতি দিয়ে গোটা বিষয়ের নিন্দা জানানো হয়েছে। বলা হয়েছে, ‘এই ঘটনায় যাদের নাম উঠে এসেছে তাদের সাথে পেশাগত সম্পর্ক ছাড়া বিশ্ববিদ্যালয়ের আর কোন সম্পর্ক নেই। যারা বিস্ফোরণে আহত হয়েছে তাদের দ্রুত আরোগ্য কামনা করা হচ্ছে এর পাশাপাশি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হচ্ছে।’ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে ওই প্রতিষ্ঠান থেকে যারা চিকিৎসা বিদ্যা পাশ করেছেন তাদের অনেকে বর্তমানে নাম করা বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যুক্ত, সমাজে তারা সুপ্রতিষ্ঠিত। স্পষ্ট ভাবে বলা হবেছে প্রতিষ্ঠানের নিয়ম মেনে ল্যাবে সব কাজ চলে, সেখানে এই ধরনের কাজ করার কোন সুযোগ নেই।
Delhi Blast
দিল্লি বিস্ফোরণ নিয়ে সংবাদ প্রতিবেদনের কড়া প্রতিবাদ আলফলা বিশ্ববিদ্যালয়ের
×
Comments :0