বুধবার রাতে দার্জিলিঙের কাকঝোরা এলাকায় অবস্থিত বন বিভাগের আবাসনে একটি ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। কাঠের তৈরি এই ভবন মুহূর্তের মধ্যে আগুনে জ্বলতে শুরু করে, এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে।
যদিও আগুন লাগার কারণ এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দমকল বিভাগকে খবর দেওয়ার পরই দার্জিলিং ফায়ার স্টেশনের দুটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। তীব্র হাওয়ার কারণে আগুন ছড়িয়ে পড়ায় আগুন নেভাতে কিছুটা বেগ পেতে হয় দমকল কর্মীদের।
ঘটনায় পর্যন্ত কোন হতাহতের খবর মেলেনি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে প্রশাসন তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে। বন দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, আগুনে গুরুত্বপূর্ণ নথিপত্র এবং আসবাব পত্রের ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, হঠাৎ বিকট শব্দ ও ধোঁয়া দেখে প্রথমে তারা আতঙ্কিত হয়ে পড়েন। দ্রুত ঘটনাস্থলে ছুটে যান বনকর্মীরা ও স্থানীয় মানুষজন।
অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ খুঁজে বের করতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে দার্জিলিং জেলা প্রশাসন ও দমকল বিভাগ। প্রাথমিকভাবে শর্ট সার্কিটের সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না।
Comments :0