ভোট গণনা চলছে বিহারে। আসনের বিচারে ১৯০’র বেশি আসনে এগিয়ে বিজেপি-নীতীশ কুমারের জোট এনডিএ।
বিরোধী জোট মহাগঠবন্ধন-র সবচেয়ে বড় দল আরজেডি ৫০’র চেয়ে কম আসনে এগিয়ে রয়েছে।
তবে বেলা সাড়ে বারোটার হিসেবে নির্বাচন কমিশন যে তথ্য দিয়েছে দেখা যাচ্ছে ভোটের হারে আরজেডি ২৩ শতাংশের আশেপাশে রয়েছে।
বিজেপি’র ভোটের হার ২১.২৩ শতাংশ, নীতীশ কুমারের জেডিইউ ১৯.০৪ শতাংশ, চিরাগ পাসোয়ানের এলজেপি(রামবিলাস) ৫.২৮ শতাংশ।
বিজেপি এবং জেডিইউ ১০১টি করে আসনে লড়েছিল।
এলজেপি(রামবিলাস) ২৯ আসনে। উপেন্দ্র কুশওয়াহার রাষ্ট্রীয় লোক মোর্চা এবং জিতন রাম মাঝির ‘হাম’ ৬টি করে আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছে।
‘মহাগঠবন্ধন’-র দলগুলির মধ্যে তেজস্বী যাদবের আরজেডি ১৪৩ আসনে প্রার্থী দিয়েছিল। কংগ্রেস ৫৯ আসনে, মুকেশ সাহানির ভিআইপি ১৫ আসনে, বাকি ২৮ আসনে বামপন্থী দলগুলি প্রার্থী দিয়েছিল।
আরজেডি’র ভোট শতাংশ ২৩.০২ শতাংশ। কংগ্রেসের ভোট শতাংশ ৮.০৮ শতাংশ।
সিপিআই(এমএল) লিবারেশন ১৯ আসনে প্রার্থী দিয়েছিল। রাজ্যে তাদের ভোট শতাংশ ৩.৩৬ শতাংশ। সিপিআই(এম) ৪ আসনে প্রার্থী দিয়েছিল, ভোট শতাংশ ০.৫৬ শতাংশ। সিপিআই’র ভোট শতাংশ ০.৬৫ শতাংশ।
Bihar Vote Percentage
ভোটের হারে প্রায় ২৩% তেজস্বীর আরজেডি
×
Comments :0