Winter

বড়দিনের আগে রাজ্য জুড়ে শীতের আমেজ

রাজ্য কলকাতা

বড়দিনে কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় থাকবে শীতের আমেজ। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর আগামী কয়েকদিনে রাজ্যের সব জেলায় কমবে তাপমাত্রা। কলকাতার তাপমাত্রা নামতে পারে ১২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। যারে ফলে বড়দিনে শীতের আমেজ উপভোগ করতে পারবেন শহরবাসী।
হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গের প্রতিটা জেলায় কমবে তাপমাত্রা। বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, ঝাড়গ্রাম, বর্ধমানের মতো জেলা গুলোয় তাপমাত্রা নামবে ১১-১০ ডিগ্রির ঘরে। 
উত্তরবঙ্গে ইতিমধ্যেই ঠান্ডার দাপট চলছে। আগামী দু–তিন দিন দার্জিলিংয়ের তাপমাত্রা কমে ৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। কালিম্পংয়েও বর্তমানে তাপমাত্রা ৮–৯ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে।

Comments :0

Login to leave a comment