নতুন বছরের প্রথম দিন ভারতের দুই শহরে দুই রকম আবহাওয়া। দূষণ এবং কুয়াশার কারণে যখন দিল্লির ধুঁকছে তখন সকাল সকাল বৃষ্টিতে ভিজল মুম্বাই।
ঘন ধোঁয়াশা আর হাড়কাঁপানো ঠান্ডায় কাঁপছে দিল্লি, তখন বছরের প্রথম বৃষ্টিতে ভিজল বাণিজ্যনগরী মুম্বই।
নতুন বছরের প্রথম সকালেই দিল্লির ‘ইন্ডিয়া গেট’ এবং ‘কর্তব্য পথ’ ঢাকা পড়েছিল ঘন কুয়াশা ও বিষাক্ত ধোঁয়াশার চাদরে। দৃশ্যমানতা কম থাকায় যান চলাচলেও বিঘ্ন ঘটে। বৃহস্পতিবার সকাল ৮টায় দিল্লির বায়ু মানের সূচক রেকর্ড করা হয়েছে ৩৭১, যা ‘অতি ভয়াবহ’ পর্যায়ের অন্তর্ভুক্ত।
আজ সকালে দেশের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে দিল্লি। নয়ডার একিউআই ৩৬৪, গাজিয়াবাদে ৩৩৮ এবং গ্রেটার নয়ডায় ৩৩৬ রেকর্ড করা হয়েছে।
দূষণের পাশাপাশি তীব্র শৈত্যপ্রবাহে কাঁপছে দিল্লি। বিদায়ী বছরের শেষ দিন অর্থাৎ বুধবার দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা নেমে গিয়েছিল ১৪.২ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের চেয়ে ৬.২ ডিগ্রি কম। মৌসম ভবনজানিয়েছে, ২০১৯ সালের ৩১ ডিসেম্বরের (৯.৪ ডিগ্রি) পর এটিই ডিসেম্বরের শীতলতম দিন।
আবহাওয়াবিদদের মতে, ৩ জানুয়ারি থেকে হিমালয় থেকে আসা কনকনে উত্তুরে হাওয়ার দাপটে দিল্লির তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে।
দিল্লির যখন এই অবস্থা, তখন মুম্বইবাসীদের ঘুম ভাঙল বৃষ্টির শব্দে। ভোরের প্রথম সূর্যের বদলে বাণিজ্যনগরীকে স্বাগত জানাল মেঘলা আকাশ আর অকাল বৃষ্টি।
বৃহস্পতিবার ভোর ৬টার কিছু আগে মুম্বইয়ের বিশেষ করে ‘আইল্যান্ড সিটি’ এলাকায় ভারী বৃষ্টি শুরু হয়। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি হলেও কোথাও ছিল হালকা বৃষ্টি।
প্রায় ১৫-২০ মিনিট বৃষ্টির তীব্রতা বেশি থাকলেও সকাল ৬:১৫ মিনিটে পর থেকে তা ধীরে ধীরে কমতে শুরু করে।
Weather
মুম্বাইয়ে বৃষ্টি, দিল্লিতে দূষণের দাপট
×
Comments :0