ইন্দোনেশিয়ার উত্তর সুলাওয়েসি প্রদেশের রাজধানী মানাডো শহরের একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ সোমবার জানিয়েছে, ইন্দোনেশিয়ার পুলিশ মৃতদেহ শনাক্ত করার জন্য কাজ করছে। নিহদের শনাক্ত করা হচ্ছে যাতে মৃতদেহগুলি তাদের পরিবারের কাছে হস্তান্তর করা যায়। পোলদা সুলুতের জনসংযোগ আধিকারিক আলমসিয়াহ পি. হাসিবুয়ানের মতে, উত্তর সুলাওয়েসি পুলিশ ভায়াংকারা হাসপাতালে নিহতদের মৃতদেহ শনাক্ত করার কাজ করছেন। তিনি বলেন, স্থানীয় সময় রবিবার রাত ৮টা ৩৬ মিনিটে মানাডো জেলার পাল দুয়া জেলার রানোমুত উপ-জেলায় অবস্থিত পান্টি ওয়ারদাহ দামাই বৃদ্ধাশ্রমে আগুন লাগে। মানাডো শহর সরকারের তিনটি দমকলের বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুন লাগার খবর পেয়ে পুলিশ সঙ্গে সঙ্গে এলাকাটি উদ্ধারকাজে সহায়তা করেন। দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন আরও তিন জন। তাদের মানাডো সিটি রিজিওনাল হাসপাতাল এবং পারমাতা বুন্দা হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। হাসিবুয়ান বলেন, আগুন লাগার প্রাথমিক কারণ জানতে পুলিশ ফরেনসিক দল ঘটনাস্থল পরীক্ষা এবং প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করে তদন্ত শুরু করেছে।
fire at Old Age Home
ইন্দোনেশিয়ায় বৃদ্ধাশ্রমে অগ্গিকান্ডে নিহত ১৬
×
Comments :0