মেয়েকে খুন করেছে তৃণমূল। কয়েকজন গ্রেপ্তার হলেও এখনও অনেক অভিযুক্ত বহাল তবিয়াতে বাইরে ঘুরে বেড়াচ্ছেন। শুধু ঘুরে বেড়াচ্ছে না। নিহত তামান্নার পরিবারের সদস্যদের প্রতি সময় তারা হুমকি দিচ্ছে প্রাণ নাশের।
মেয়ের বিচার এখনও পাননি, লড়াই চলছে। তার ওপর শাসক দলের হুমকি। এই মানসিক চাপ সহ্য করতে না পেরে গতকাল রাতে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন কালিগজ্ঞের নিহত শিশু তামান্না খাতুনের মা সাবিনা ইয়াসমিন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে মানসিক অবসাদের জন্য এবং ঘুম না আসার জন্য প্রতিদিন ওষুধ খেতেন তিনি। গতকাল অনেক গুলো ওষুধ একসাথে খেয়ে নিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি।
স্থানীয় বাসিন্দা রবিউল শেখ বলেন, ‘রাতে ঘুম আসেনা বলে তামান্নার মা প্রতিদিন একটা করে ওষুধ খান। তাদের ওপর সব সময় মানসিক চাপ রয়েছে। অনেক অভিযুক্ত জেলের বাইরে। তারা হুমকি দিচ্ছে। চাপ দিচ্ছে। চাপ সহ্য করতে না পেরে তিনি অনেক গুলো ওষুধ একসাথে খেয়ে ফেলেন।’
গতকাল রাতে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। তার স্বামী তাকে ওষুধ খেতে দেখে ফেলেন। এরপরই পলাশী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে থেকে রাতেই শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন আছেন। বর্তমানে তার শারিরীক অবস্থা স্থিতিশীল
উল্লেখ্য গত ২৩ জুন কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনের ফল ঘোষণার দিন কালীগঞ্জের মোলান্দিতে তৃণমূলের দুষ্কৃতীদের ছোঁড়া বোমায় মৃত্যু হয় তামান্না খাতুনের।
সেই ঘটনায় ২৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন তিনি। দশ জনকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে। কিন্তু বাকিদের গ্রেপ্তার করা হয়নি। তারা এখনও এলাকায় ঘুরে বেড়াচ্ছে। সেই আতঙ্কে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন বলে জানা গিয়েছে।
Tamanna Kaliganj Killing
দুষ্কৃতীরা এখনও ঘুরছে, আতঙ্কে আত্মহত্যার চেষ্টা তামান্নার মায়ের
×
Comments :0