Small Savings Scheme

স্বল্প সঞ্চয়ে সুদের হার বদলালো না কেন্দ্র

জাতীয়

চলতি অর্থবর্ষের শেষ তিন মাসের জন্য স্বল্প সঞ্চয়ে সুদের হার ঘোষণা করল কেন্দ্র। এই হার ১ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত চালু থাকবে।
ডাকঘরে সঞ্চয়ের বিভিন্ন প্রকল্প, যেমন পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটের মতো প্রকল্পে সুদের হার বদলায়নি কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। 
যার অর্থ পাবলিক প্রভিডেন্ট ফান্ড (পিপিএফ)-এ সুদের হার থাকবে ৭.১ শতাংশ।
প্রবীণ নাগরিকদের বিশেষ প্রকল্প এসসিএসএস এবং সুকন্যা সমৃদ্ধি যোজনায় সুদের হার ৮.২ শতাংশ। 
ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে সুদের হার ৭.৭ শতাংশ। ডকঘরের মাসিক আয় প্রকল্প (পিওএমআইএস)’র সুদের হার ৭.৪ শতাংশ। কিসান বিকাশ পত্র (কেভিপি)-তে সুদের হার ৭.৫ শতাংশ।
নিম্ন আয়ের মানুষের সঞ্চয়ের ভরসা স্বল্প সঞ্চয়। তবে সুদের হার বাড়ায়নি কেন্দ্রীয় অর্থ মন্ত্রক।

Comments :0

Login to leave a comment