NGO land

এনজিওর নামে জমি দখল তৃণমূলের

রাজ্য কলকাতা

কলকাতা পুরসভা ২ নম্বর ওয়ার্ডের অভ্যন্তরে অমৃত লাল ওঝা স্কুল দখলের অভিযোগে উঠলো  তৃণমূল ঘনিষ্ঠ একটি স্বেচ্ছাসেবী সংস্থার বিরুদ্ধে। ২০০৯ সালে বামফ্রন্ট সরকার ঠিক করে ওই স্কুলের জমিতে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস গড়ে উঠবে এই নিয়ে উদ্যোগ শুরু হয়।কিন্তু ২০১১ সালে সরকার পরিবর্তনের পর দেখ যায় ওই জমিতে ৬ টি পুকুর বোঝানো সহ বিরাট জমিটি একটি প্রমোটিং সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে। আর স্কুলকে ১০ কাটা জমি দেওয়া হয়েছে নতুন স্কুল তৈরি করবার জন্য। কিন্তু সেখানে আবাসন তৈরি হলেও স্কুল গড়ে উঠেনি। বরং সেই জায়গায় একটি তৃনমূল ঘনিষ্ঠ এনজিও তাদের ব্যক্তিগত কাজে ব্যবহার করছে। তারা ওখানে গোডাউন বানিয়ে রেখেছে।  এনজিও মালিকের বাড়ির বিভিন্ন অনুষ্ঠান ওই জায়গায় অনুষ্ঠিত হয়।


সোমবার সকালে সিপিআই(এম) কাশীপুর বেলগাছিয়া ৩ এরিয়া কমিটির পক্ষ থেকে প্রতিবাদ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয় এই বিষয়কে কেন্দ্র করে। মিছিলের দাবি ছিল অবিলম্বে স্কুলের জমিতে স্কুল চালু করতে হবে। কোনো এনজিওর কাজে ব্যবহার করা চলবে না। এই মিছিল ও পথসভায় বক্তব্য রাখেন এরিয়া সম্পাদক বাবিণ ব্যানার্জি , বিষু রাহা ,যুব আন্দোলনের নেতা গৌরব মজুমদার। এদিন মিছিল শেষ হওয়ার পর তৃণমূলের গুন্ডা বাহিনী এলাকার সিপিআই(এম) কর্মী দের বাড়ি ও দোকানে গিয়ে হুমকি দেয়। পাল্টা প্রতিরোধের মুখে তাদের পিছু হটতে হয়। এই জমিকে কেন্দ্র করে ভবিষ্যতে আরও বড় আন্দোলন হবে বলে স্থানীয় নেতৃত্বের পক্ষ থেকে জানান হয়েছে।

Comments :0

Login to leave a comment