Haryana Rape

হরিয়ানায় চলন্ত গাড়িতে ধর্ষণ করে ছুঁড়ে ফেলে দেওয়া হলো মহিলাকে

জাতীয়

হরিয়ানায় চলন্ত গাড়িতে ধর্ষিতা হয়েছেন এক মহিলা। অভিযোগ, গত সোমবার রাতে একটি গাড়িতে ‘লিফট’ নেন তিনি। ভেতরে দু’জন ধর্ষণ করে তাঁকে চলন্ত গাড়ি থেকে ছুঁড়ে ফেলে দেয়।
হরিয়ানার গুরগাওঁ-ফরিদাবাদ রোডে এই ভয়ঙ্কর নির্যাতন হয়েছে। মহিলা গুরুতর আহত। মুখে ১২টি সেলাই পড়েছে। 
পুলিশ জানিয়েছে, ঘটনার দিন প্রায় তিন ঘন্টা মহিলাকে জোর করে গাড়িতে আটকে রাখে অপরাধীরা। ফরিদাবাদে ঘন কুয়াশার মধ্যে ঘুরতে থাকে গাড়িটি। মহিলার পরিবারের অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করেছে কোতওয়ালি থানার পুলিশ। দু’জনকে আটক করা হয়েছে গত মঙ্গলবার। 
জানা গিয়েছে বাড়িতে কথা কাটাকাটি হওয়ার পর সোমবার রাত সাড়ে আটটা নাগাদ বেরিয়ে পড়েছিলেন তিনি। বোনকে বলেছিলেন যে বন্ধুর বাড়িতে যাচ্ছেন। দু’তিন ঘন্টার মধ্যে ফিরবেন বলেছিলেন। 
এদিকে সেই মহিলা বাড়ির পথে ফিরতে গিয়ে প্রায় মাঝরাত হয়ে যায়। বাধ্য হয়ে ‘লিফট’ নেন তিনি।

Comments :0

Login to leave a comment